বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো ক্রিকেট অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০০ পিএম, ১৯ আগস্ট ২০২১
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো ক্রিকেট অস্ট্রেলিয়া

তারকা ক্রিকেটারদের ছাড়াই বাংলাদেশ সফর করেছিল অস্ট্রেলিয়া। ধারণা করা হচ্ছিল এ দলের বেশিরভাগ সদস্য অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন না। সে ধারণা ভুল প্রমাণিত করে, বাংলাদেশ সফরের আসা ৯ ক্রিকেটারকে রেখে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেওয়া অ্যারন ফিঞ্চের উপর ভরসা রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিশ্বকাপের মঞ্চেও দলকে তিনিই নেতৃত্ব দিবেন।

বিশ্বকাপ উপলক্ষে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ১৫ জনের বাইরে স্ট্যান্ডবাই হিসেবে তিনজন ক্রিকেটারকে রাখা হয়েছে। স্ট্যান্ডবাই তালিকায় রয়েছেন ড্যান ক্রিশ্চিয়ান, নাথান এলিস এবং ড্যানিয়েল স্যামস।

বিশ্বকাপে স্কোয়াডে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছে টপ অর্ডার জশ ইংলিস। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের রাডারে ছিলেন তিনি। সর্বশেষ ভাইটালিটি ব্লাস্টে ৪৮.২৭ গড়ে ৫৩১ রান করেছেন ইংলিস। সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপের মঞ্চেই অভিষেক হতে পারে।

বাংলাদেশ সফরে ছিলেন না স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল এবং প্যাট ক্যামিন্সের মতো ক্রিকেটাররা। বিশ্বকাপের স্কোয়াডে সবাই নিজের জায়গা নিশ্চিত করেছেন।

অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে স্পিনাররা কার্যকর ভূমিকা রাখবেন বলে ধারণা করা হচ্ছে। সেই দিক বিবেচনা করে স্কোয়াডে তিন স্পিনার নিয়েছে অস্ট্রেলিয়া। অ্যাশটন অ্যাগার, অ্যাডাম জাম্পার পাশাপাশি দলে আছেন মিচেল সোয়াপসন।

অজিদের হয়ে উইকেটের পিছনে দাঁড়াবেন ম্যাথু ওয়েড। ওয়েড ছাড়া দলে কোনো বিশেষজ্ঞ উইকেটরক্ষক নেই। অজি পেস বোলিং আক্রমণের নেতৃত্বে থাকবেন যথারীতি মিচেল স্টার্ক। স্টার্ককে সঙ্গ দিবেন প্যাট ক্যামিন্স,জশ হ্যাজলেউড এবং কেন রিচার্ডসন।

ব্যাটিংয়ে স্তম্ভে ওয়ার্নার, ফিঞ্চ, স্মিথের পাশাপাশি থাকবেন মিচেল মার্শ। স্লগ ওভারে ব্যাট হাতে ঝড় তুলতে প্রস্তুত থাকবেন গ্লেন ম্যাক্সওয়েল এবং মার্কাস স্টয়নিস।

অস্ট্রেলিয়া স্কোয়াড
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট ক্যামিন্স (সহ-অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড, মার্কাস স্টয়নিস, মিচেল সুয়েপসন ও জশ ইংলিস।

স্ট্যান্ড বাই
ড্যান ক্রিশ্চিয়ান, নাথান এলিস ও ড্যানিয়েল স্যামস।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

তিনজনকে সরিয়ে শীর্ষ দু’য়ে রুট

তিনজনকে সরিয়ে শীর্ষ দু’য়ে রুট

বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড

বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২১ : এক নজরে পূর্ণাঙ্গ সূচি

টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২১ : এক নজরে পূর্ণাঙ্গ সূচি