চলতি বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছে পাপুয়া নিউগিনি। বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো খেলতে এসে বেশ উচ্ছ্বসিত তারা। বিশ্বকাপের মূলপর্ব খেলতে হলে, পেরোতে হবে বাছাই পর্বের বাধা। সেখানেই বাংলাদেশকে মোকাবিলা করবে দেশটি। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে আছে পাপুয়া নিউগিনি।
বিশ্বকাপের বাছাই পর্বে গ্রুপ ‘বি’ গ্রুপে খেলবেন বাংলাদেশ। সেখানে বাংলাদেশের সঙ্গী হবে স্কটল্যান্ড, ওমান এবং পাপুয়া নিউগিনি। স্কটল্যান্ড এবং ওমান আগেও বিশ্বকাপের মঞ্চে প্রতিনিধিত্ব করলেও প্রথমবারের মতো বিশ্ব আসরে আসবে পাপুয়া নিউগিনি। তারা আইসিসি পূর্ণ সদস্য দলের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন অধিনায়ক আসাদ ভালা।
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের বিপক্ষে খেলতে মুখিয়ে আছি। ওরা আইসিসি পূর্ণ সদস্য দেশ। আমার মনে হয়, শীর্ষ দলের সাথে খেলে নিজেকে যাচাই করা ভালো হবে। আমরা এখানে সেরা মানের দলের সাথে প্রতিযোগিতা করছি।’
বিশ্বকাপে জায়গা করতে নিতে বেশ কাঠখড় পুড়িয়েছে পাপুয়া নিউগিনি। বাছাইপর্বের শেষ ম্যাচে কেনিয়াকে ৪৫ রানে হারিয়ে নেট রান রেটে এগিয়ে থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে তারা।
বিশ্বকাপের মতো মঞ্চে দেশকে নেতৃত্ব দিতে পারা স্বপ্ন সত্যি হওয়ার মতো বিষয় বলে জানিয়েছেন কাপ্তান আসাদ। বিশ্বকাপের মতো আসরে দলকে নেতৃত্ব দেওয়া গর্বের বলেও জানান তিনি।
আসাদ বলেন, ‘এটা সম্মানের বিষয়। বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিতে যাচ্ছে। শুরু থেকে দলের সাথে থাকা, বাছাই পর্ব খেলে বিশ্বকাপে আসা। বিষয়টি স্বপ্ন সত্যি হওয়ার মতো বিষয়।’
এবারের আসরের উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ওমানের মুখোমুখি হবে পাপুয়া নিউগিনি। দ্বিতীয় ম্যাচের তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ২১ অক্টোবর বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]