বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৭ এএম, ১৮ আগস্ট ২০২১
বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড

চলতি বছরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে পাপুয়া নিউগিনি ও ওমান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ ‘বি’ গ্রুপে খেলবে। এখানে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকবে ওমান, পাপুয়া নিউগিনি এবং স্কটল্যান্ড। নির্ধারিত সময়ের মধ্যে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে না পারায় বাছাই পর্ব পেরিয়ে বাংলাদেশকে বিশ্বকাপের মূল পর্বে খেলতে হবে।

বিশ্বকাপের উদ্বোধনী দিনে দ্বিতীয় দিনে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত আটটায় ওমানের মাটিতে নামবে টাইগাররা। বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই ওমানে অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপের বাছাইপর্বে ‘এ’ গ্রুপে খেলবে শ্রীলঙ্কা, নামিবিয়া, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ড। বাছাই পর্বে ‘এ’ গ্রুপের সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।

বাছাই পর্ব থেকে চার দল বিশ্বকাপের মূল পর্ব সুপার টুয়েলভে খেলবে। ২৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে বিশ্বকাপের মূল পর্ব। ১৪ নভেম্বর ফাইনালের মাধ্যমে এবারের আসরের পর্দা নামবে।

বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশে বাকি দুই ম্যাচের প্রতিপক্ষে ওমান এবং পাপুয়া নিউগিনি। এ ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৯ এবং ২১ অক্টোবর।

দ্বিতীয় পর্বে বহুল প্রতীক্ষিত পাক-ভারত লড়াইয়ের ভেন্যু দুবাই। ২৪ অক্টোবর মুখোমুখি হবে দুইদল। বিশ্বকাপের নক আউট পর্বের সবগুলো ম্যাচের আয়োজক শহর দুবাই।

এবারের আসরের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১০ এবং ১১ নভেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর।

বিশ্বকাপে বাংলাদেশের সূচি (প্রথম রাউন্ড)

১৭ অক্টোবর- বাংলাদেশ-স্কটল্যান্ড, রাত ৮টা
১৯ অক্টোবর- বাংলাদেশ-ওমান, রাত ৮টা
২১ অক্টোবর- বাংলাদেশ-পাপুয়া নিউগিনি, সন্ধ্যা ৬টা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রোমাঞ্চ ও উত্তেজনা ভরপুর লর্ডস টেস্টে ভারতের জয়

রোমাঞ্চ ও উত্তেজনা ভরপুর লর্ডস টেস্টে ভারতের জয়

টাইগারদের চলাচলে বিসিবির বিশেষ নির্দেশনা

টাইগারদের চলাচলে বিসিবির বিশেষ নির্দেশনা

শীঘ্রই বিশ্বকাপের প্রস্তুতিতে নামছে আফগানিস্তান

শীঘ্রই বিশ্বকাপের প্রস্তুতিতে নামছে আফগানিস্তান

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ হবে দিবারাত্রির

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ হবে দিবারাত্রির