পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট বাংলাদশের পা রাখবে নিউজিল্যান্ড। এ সিরিজের ম্যাচ কখন মাঠে গড়াবে তা তা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরি সুজন। সিরিজের পাঁচটি ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সোমবার (১৬ আগস্ট) মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরি সুজন। তিনি বলেন , ‘এখন পর্যন্ত যা সিদ্ধান্ত তাতে বিকাল ৪টায় ম্যাচগুলো শুরু করা হবে।’
সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে সবগুলো ম্যাচই ফ্লাড লাইটের আলোতে আয়োজিত হয়েছে। বিশ্বজুড়ে সব টি-টোয়েন্টি ম্যাচই সাধারণত কৃত্রিম আলোতে হয়ে থাকে। তবে নিউজিল্যান্ড সিরিজে ম্যাচের সময় দুই ঘন্টা এগিয়ে আনা হয়েছে।
এ বিষয়ে প্রধান নির্বাহী জানান দুই দেশের সময়ের ব্যবধানের কারণে ম্যাচের সময়সূচি এগিয়ে নেওয়া হয়েছে। বলেন, ‘নিউজিল্যান্ডের সাথে আমাদের সময়ের পার্থক্য আছে। ওদের দর্শকেরদেরও একটা বিষয় আছে। আমরা টিম ম্যানেজমেন্ট ও নিউজিল্যান্ড ক্রিকেটের সাথে আলোচনা করেছি।’
বাংলাদেশের স্থানীয় সময় থেকে ৬ ঘন্টা এগিয়ে নিউজিল্যান্ডের সময়। বাংলাদেশ সময় ৬টায় যখন খেলা শুরু হবে নিউজিল্যান্ডে তখন বাজবে রাত ১২টা।
অস্ট্রেলিয়া সিরিজের মতো সন্ধ্যায় ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও সফরকারী দলের দর্শকদের কথা বিবেচনাতেই সময় এগিয়ে আনা হয়েছে। এছাড়াও ম্যাচ শুরু সময়ের বিষয়ে কথা বললেও এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি।
চলতি বছরের ১ সেপ্টেম্বর প্রথম ম্যাচ দিয়ে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩,৫,৮ এবং ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়োজিত হবে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]