বিশ্বকাপে বাংলাদেশকেও ফেভারিট ভাবছেন গিবস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫০ এএম, ১৪ আগস্ট ২০২১
বিশ্বকাপে বাংলাদেশকেও ফেভারিট ভাবছেন গিবস

আবর-আমিরাতে টি-টুয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার হার্শেল গিবস। তার ফেভারিটের তালিকায় থাকা ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতের সাথে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সম্ভাবনাও দেখছেন তিনি। তবে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডএজর সম্ভাবনা দেখছেন না গিবস।

ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারত বিশ্বকাপ নিয়ে কথা বলেন গিবস। তিনি বলেন, ‘অবশ্যই আমি ফেবারিট হিসেবে ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতকে রাখবো। আসলে আপনি নিশ্চিতভাবে কোন কিছুই বলতে পারেন না। শ্রীলঙ্কা যেকোনো কিছু করে ফেলতে পারে, আবার বাংলাদেশও করতে পারে।’

ইংল্যান্ড, ভারত ও পাকিস্তানকে সবচেয়ে বেশি এগিয়ে রাখছেন ৪৭ বছর বয়সী গিবস। বলেন, ‘তবে আমার মতে, অবশ্যই পাকিস্তান, ভারত ও ইংল্যান্ডের এগিয়ে। তবে বিশ্বকাপের কন্ডিশন কেমন হবে, তার ওপরই নির্ভর করছে।’

কন্ডিশন ও উইকেটের ওপর গিবসের ফেবারিট দলগুলোর সাফল্য নির্ভর করছে। তবে উইকেটে টার্ন থাকলে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের ভয়ানক হবে না বলেই মনে করেন তিনি।

গিবস বলেন, ‘পাকিস্তান সবসময়ই আনপ্রেডিক্টেবল দল। সবসময়ই একটা বড় প্রভাব বিস্তারর করে। ইংল্যান্ড ও ভারত শক্তিশালী দল। তাই উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করে। যদি উইকেটে বল টার্ন করে, আমার মনে হয় না, ওয়েস্ট ইন্ডিজ তেমন ভয়ানক হতে পারবে।'

কারণ হিসেবে তিনি বলেন, ‌‘তারা সোজা বলে খেলতে পছন্দ করে। তারা উইকেটে টার্ন পছন্দ করে না, যদি স্পিন হয়, সেটি ওয়েস্ট ইন্ডিজের জন্য উপযুক্ত নয়।’

ভারত, পাকিস্তান ও ইংল্যান্ডে বড় মাপের খেলোয়াড় থাকায় বিশ্বকাপে তাদের এগিয়ে রাখছেন গিবস। বলেন, ‘ভারতে বিরাট কোহলি, পাকিস্তানে বাবর আজম, ইংল্যান্ডে জস বাটলারের মতো ব্যাটসম্যান রয়েছে। এছাড়াও এসব দলে অনেক ভালো ব্যাটসম্যান রয়েছে। ওয়েস্ট ইন্ডিজেও কয়েকজন আছে। তবে কোহলি, বাবর, স্টিভ স্মিথরা এমন ব্যাটসম্যান যারা সবধরনের উইকেটেই ভালো খেলতে পারে। তাদের স্কিল অনেক বেশি। যে কারণে অন্যদের চেয়ে তারা আলাদা।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

২০২২ বিশ্বকাপ মেয়াদে নিয়োগ পাচ্ছেন প্রিন্স

২০২২ বিশ্বকাপ মেয়াদে নিয়োগ পাচ্ছেন প্রিন্স

অনুশীলনের শুরু থেকেই অ্যাশওয়েল প্রিন্সকে পাচ্ছে বাংলাদেশ

অনুশীলনের শুরু থেকেই অ্যাশওয়েল প্রিন্সকে পাচ্ছে বাংলাদেশ

শীর্ষে ফিরলেন সাকিব, সেরা দশে মোস্তাফিজ

শীর্ষে ফিরলেন সাকিব, সেরা দশে মোস্তাফিজ

বড় দল হয়ে ওঠার যাত্রা শুরু করলো বাংলাদেশ : সাকিব

বড় দল হয়ে ওঠার যাত্রা শুরু করলো বাংলাদেশ : সাকিব