ছেলেদের দ্যা হান্ড্রেডের ম্যাচে ওয়েলস ফায়ারের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করে দলকে বড় জয় এনে দেন ইমরান তাহির। দক্ষিণ আফ্রিকার এ লেগ স্পিনারের হ্যাটট্রিকে ওয়েলস ফায়ারের বিরুদ্ধে ৯৩ রানের বড় জয় পায় বার্মিংহ্যাম ফোনিক্স।
প্রথমে ব্যাট করে ওয়েলস নির্ধারিত ১০০ বলে ১৮৪ রান তোলে। ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তাহিরের বোলিং তোপে মাত্র ৯১ রানেই অল আউট হয়ে যায় তারা।
Imran Tahir picks the first hat-trick of The Hundred.
— Kausthub Gudipati (@kaustats) August 10, 2021
App link: https://t.co/XegDFPiKY1#TheHundredOnFanCode #TheHundred pic.twitter.com/MGLTXt2sy9
ইমরান তাহির এদিন বল হাতে শুধু হ্যাটট্রিকই করেননি, সব মিলিয়ে ২৫ রানে শিকার করেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসের ৭২, ৭৩ ও ৭৪তম বলে তাহির যথাক্রমে কাইস আহমেদ, ম্যাট মিলনেস ও ডেভিড পাইনকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন। অবশ্য তার আগেই তিনি তুলে নেন গ্লেন ফিলিপস ও লিউস ডু'প্লয়ের উইকেট দু'টি।
হ্যাটট্রিক করার আগে ফিলিপসকে আউট করার মধ্য দিয়ে টি-২০তে ৪০০ উইকেটের মাইলফলকে পা রাখেন তাহির। ৩২০ টি-২০ ম্যাচে তাহিরের সংগ্রহ ৪০৪টি উইকেট। টি-২০ ক্রিকেটে সবথেকে বেশি ৫৩২টি উইকেট নিয়েছেন ডোয়াইন ব্রাভো।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]