পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজজুড়ে পারফর্ম করেছেন বাংলাদেশের বোলাররা। চতুর্থ ম্যাচেই বোলারদের ব্যর্থতার পরও তাদের উপর ভরসা রেখেছিলেন টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ টি-টোয়েন্টিতে দলের আস্থার প্রতিদান দিয়েছেন তারা। শেষ টি-টোয়েন্টিতে বোলারদের দাপটে ম্যাচ জিতে বোলারদের ভূয়সী প্রশংসা করেছেন কাপ্তান।
অস্ট্রেলিয়ার মতো বড় দলকে হারিয়ে বেশ উচ্ছ্বসিত বাংলাদেশ দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। দলের জয়ে ম্যানজেমেন্টও বেশ সাহায্য করেছে বলেছেন তিনি। বলেন, ‘আমি খুবই খুশি। ম্যানেজমেন্ট অনেক সহায়তা করেছে।’
অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে ক্রিকেটারদের জয়ের ক্ষুধারও প্রশংসা করেছেন। এছাড়াও দলের পরিকল্পনা বেশ ভালোভাবে কাজে লেগেছে বলে জানান তিনি। রিয়াদ বলেন, ‘অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে ক্রিকেটাররা জয়ের যে ক্ষুধা দেখিয়েছে তা প্রশংসার দাবিদার। আমাদের পরিকল্পনা ভালোভাবে কাজে লেগেছে। এখানে রান তোলা বেশ কষ্টকর ছিল। তবে আমরা কাজ করেছি। উইকেট ধরে ১২০-১৩০ রান করার চেষ্টা করেছি। এ কারণেই আমরা ম্যাচ জিততে পেরেছি।’
বোলাররাই বাংলাদেশের জয়ের ভিত্তি গড়ে দিয়েছেন বলে মনে করেন রিয়াদ। বোলাররা বেশ পরিশ্রম করেছেন বলে জানান তিনি। মাহমুদউল্লাহ বলেন, ‘আমাদের বোলিং ডিপার্টমেন্ট ভালো কাজ করেছে। স্পিনার এবং পেসার সবাই ভালো করেছে। বোলারদের ভালোভাবেই উন্নতি হচ্ছে। জিম্বাবুয়ে এবং এ সিরিজের বোলাররা অনেক পরিশ্রম করেছে।’
টি-টোয়েন্টি ক্রিকেটে স্নায়ুচাপ ধরে রেখে খেলতে হয়। টাইগাররা স্নায়ুচাপ ধরে রেখে খেলে নিজেদেরকে বেশ ভালোভাবে প্রমাণ করেছেন। অধিনায়ক বলেন, ‘চাপের সময় শান্ত থেকে খেলতে হয়। এটা টি-টোয়েন্টি ক্রিকেটে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ সংস্করণে অনেক চ্যালেঞ্জ থাকে। শান্ত থেকে খেলতে হয়। ম্যানেজমেন্ট এ বিষয়ে প্রচুর সহায়তা করেছে।’
সিরিজ শুরুর আগেই বোলারদের দায়িত্ব নিতে বলেছেন বলে জানান কাপ্তান রিয়াদ। তারা নিজেদের দায়িত্ব ঠিকমত বেশ খুশি তিনি। বলেন, ‘সিরিজ শুরুর আগেই বোলারদের বলেছিলাম ওদের উপর অনেক দায়িত্ব। চাপের মধ্যেই বল করতে হবে এবং দায়িত্ব নিতে হবে। ওরা সব ম্যাচেই লড়াই করেছে। এতে আমি খুশি।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]