অস্ট্রেলিয়ার বিপক্ষে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার খেলেননি। দলের ড্যাশিং ওপেনার ছাড়াও অভিজ্ঞ মুশফিকুর রহীম ও লিটন কুমার দাস খেলতে পারেননি। তবে দলের একাধিক সিনিয়র ক্রিকেটার ছাড়াও শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করেন, একটি বড় দল হয়ে ওঠার পেছনে যে কম্পিটিশন দরকার, বাংলাদেশের সেই যাত্রা শুরু হলো।
পাঁচ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম তিনটিতেই টানা জয়ে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। চতুর্থ ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় অল্পের জন্য হেরে যায়। তবে পঞ্চম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে লজ্জাজনক পরাজয়ের স্বাদ দেয় বাংলাদেশ।
ম্যাচ শেষে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘এটা (সিনিয়রদের ছাড়া জয়) আমাদের জন্য অবশ্যই প্লাস পয়েন্ট। আমাদের বেশ কয়েকজন নিয়মিত প্লেয়ার ছাড়াও সিরিজটি জিততে পেরেছি। এ জিনিসটা আরও বেশি দলকে মোটিভেড করবে।’
তিনি বলেন, ‘তারা (সিনিয়র খেলোয়াড়) যখন ফিরে আসবে দলে, তখন দলের শক্তিটা আরও বেড়ে যাবে। স্বাভাবিকভাবেই দলের ভেতর এটা আরও বেশি কম্পিটিশন করে তুলবে। আসলে একটি বড় দল হয়ে ওঠার পেছনে যে হেলদি কম্পিটিশন দরকার, আমার মনে হয় বাংলাদেশের সেই যাত্রা এখান থেকে শুরু হবে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিনিয়রদের পাশাপাশি তরুণরাও দুর্দান্ত খেলেছেন। তবে বোলারদের তুলনায় ব্যাটসম্যানরা ছিলেন পিছনের দিকে। সাকিবও জানালেন সিরিজের প্রতি ম্যাচেই বাংলাদেশের ইনিংসে আরও বেশি রান করার সুযোগ ছিল। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে খুশি সাকিব।
তিনি বলেন, ‘অবশ্যেই সন্তুষ্টি আছে। তবে হয়তো আমরা আরও ১০-১৫ রান বেশি.. প্রতি ম্যাচেই বেশি করতে পারতাম। একটা সময় ছিল যখন এটা করা সম্ভব ছিল। এছাড়া উইকেটগুলো এতো ডিফিকাল্ট ছিল, নতুন ব্যাটসম্যানের জন্য খুবই ডিপিকাল্ট ছিল।’
রান কম হলেও ব্যাটমস্যানদের সমালোচনা বা দোষারোপ করতে রাজি নয় বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার। সাকিব বলেন, ‘আসলে ব্যাটসম্যানদের নিয়ে খুব বেশি বলার কিছু নেই। একটা সিরিজ দিয়ে কাউকে বিচার করাটাও ঠিক হবে না। কারণ, কন্ডিশন খুবি টাফ ছিল ব্যাটসম্যানদের জন্য।’
চলতি বছরের শেষ দিকে অক্টোবর-নভেম্বরে আরব-আমিরাতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে দলের এমন জয় খুবই সাহস জোগাবে বলে মনে করেন সাকিব। বিশেষ করে বোলারদের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিশ্বকাপে বাংলাদেশের ভালো কিছু করা সম্ভব হবে মনে করেন তিনি।
সাকিব বলেন, ‘বোলিংটা ওভারঅল প্রতিটা ম্যাচেই আমরা ভালো করেছি। আমার কাছে মনে হয়, পুরো সিরিজের পাঁচটা ম্যাচেই বোলিংয়ের যে ধারাবাহিকতা ছিল -এটা যদি ধরে রাখতে পারি বিশ্বকাপ পর্যন্ত আমাদের ভালো কিছু করা সম্ভব।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]