অস্ট্রেলিয়াকে ‘লজ্জা’ দিয়ে সিরিজ শেষ করলো বাংলাদেশ

রোকুনুজ্জামান সেলিম রোকুনুজ্জামান সেলিম প্রকাশিত: ১০:০৮ এএম, ১০ আগস্ট ২০২১
অস্ট্রেলিয়াকে ‘লজ্জা’ দিয়ে সিরিজ শেষ করলো বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে লজ্জার রেকর্ড গড়লো অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানের ইনিংস গড়ে হারের স্বাদ নিয়েছে তারা। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬২ রানেই গুটিয়ে গেছে অজিরা। অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন রানে গুটিয়ে দিয়ে ৬০ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

সোমবার (৯ আগস্ট) সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২২ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩ দশমিক ৩ ওভারেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের এটি সর্বনিম্ন রানের স্কোর। এর আগে ২০০৫ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ৭৯ রানের স্কোরটি ছিল অস্ট্রেলিয়ার সর্বনিম্ন সংগ্রহ।

রানের দিক থেকে টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার এটি পঞ্চম বড় রানের ব্যবধানে পরাজয়। সবচেয়ে বেশি ব্যবধানের রানের হারটি ইংল্যান্ডের বিপক্ষে। ২০০৫ সালে সাউথ্যাম্পটনে ১০০ রানের ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া।

অন্যদিকে, অস্ট্রেলিয়াকে ৬২ রানে থামিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে রানের দিক থেকে বাংলাদেশের এটি দ্বিতীয় বড় জয়। সবচেয়ে বেশি রানের জয়টি রয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে। ২০১২ সালে বেলফাস্টে আয়ারল্যান্ডকে ৭১ রানে হারিয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশের ১২২ রানের পুঁজি বিপরীতে ব্যাট করতে নেমে ৩৮ রানে তৃতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। বাকি ৭ উইকেটে মাত্র ২৪ রান যোগ করতে পারে অজি ব্যাটাররা। সাকিব আল হাসান ও সাইফউদ্দিনের বল ১৩ দশমিক ৩ ওভারেই গুটিয়ে যায় সফররকারীরা।

সাকিব আল হাসান ৩ দশমিক ৩ ওভারে এক মেডেনে ৯ রান দিয়ে তুলে নিয়েছেন ৪টি উইকেট। এছাড়া সাইফউদ্দিন ৩ ওভারে ১২ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট। পুরো সিরিজের দুর্দান্ত বোলিং করা মোস্তাফিজ আজ বল করার সুযোগই পাননি। মাত্র ১ ওভার বল করে ৩ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। অন্যদের মধ্যে নাসুম আহমেদ ২টি এবং মাহমুদউল্লাহ রিয়াদ একটি উইকেট শিকার করেন।

এর আগে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন ওপেনার নাঈম শেখ। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

এছাড়া আরেক ওপেনার মেহেদী হাসান ১৩, সাকিব আল হাসান ১১, চার নম্বরে নামা সৌম্য সরকার ১৬ এবং আফিফ হোসেন ধ্রুব ১০ রান করেন।

ম্যাচ ও সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২০ ওভারে ১২২/৮ (মেহেদী ১৩, নাঈম ২৩, সাকিব ১১, সৌম্য ১৬, মাহমুদউল্লাহ ১৯, আফিফ ১০; টার্নার ২-০-১৬-১, অ্যাগার ৪-০-২৮-১, জ্যাম্পা ৪-০-২৪-১, এলিস ৪-০-১৬-২, ক্রিস্টিয়ান ৪-০-১৭-২, সোয়েপসন ২-০-১৪-০)

অস্ট্রেলিয়া : ১৩.৩ ওভারে ৬২/১০ (ওয়েড ২২, ম্যাকডারমট ১৭, কেয়ারি ৩, হেনরিকেস ৩, টার্নার ১, অ্যাগার ২, এলিস ১, সোয়েপসন ১*, জ্যাম্পা ৪; মেহেদী ৩-০-২০-০, নাসুম ২-০-৮-০, সাইফ ৩-০-১২-৩, সাকিব ৩.৪-১-৯-৪, মাহমুদউল্লাহ ১-০-৯-০)।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবের একশ উইকেট

টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবের একশ উইকেট

বাংলাদেশে আসলেও পাকিস্তান যাবে না কিউই মূল স্কোয়াড

বাংলাদেশে আসলেও পাকিস্তান যাবে না কিউই মূল স্কোয়াড

নিউজিল্যান্ড সিরিজেই টাইগারদের ব্যাটিং পরামর্শক হচ্ছেন প্রিন্স

নিউজিল্যান্ড সিরিজেই টাইগারদের ব্যাটিং পরামর্শক হচ্ছেন প্রিন্স

মোস্তাফিজের কাছে কাটার শেখার চেষ্টায় আছেন শরিফুল

মোস্তাফিজের কাছে কাটার শেখার চেষ্টায় আছেন শরিফুল