নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতে ইতিহাস গড়লেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ওপেনার সৌম্য সরকার। প্রথম তিন ম্যাচে ৪ রান করার পর হেরে যাওয়া চতুর্থ ম্যাচে সৌম্যর ব্যাট থেকে এসেছে ৮ রান। পঞ্চম ম্যাচে একাদশে দুটি পরিবর্তন আনা হলেও সেই তালিকায় পড়েননি তিনি। তবে তাকে আর ওপেনিংয়ে নামানো হয়নি।
সোমবার (৯ আগস্ট) সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এ সময় একাদশে দেখা যায়, সৌম্যকে একাদশে রেখেই দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।
নির্ধারিত সময়ে খেলা শুরু হওয়ার আগে দেখা যায় আরেক চমক। ওপেনার নাঈম শেখের সাথে ব্যাট হাতে মাঠে নামেন মেহেদী হাসান। সিরিজের প্রথম চার ম্যাচে সৌম্য-নাঈম ওপেনিং করলেও শেষ ম্যাচে নামনো হয় নতুন জুটি।
সৌম্যর ধারাবাহিত ব্যর্থতায় তাকে ওপেনিং থেকে মিডল অর্ডারে সরিয়ে নেওয়া হয়েছে। কারণ, অস্ট্রেলিয়া সিরিজে সৌম্য কোনভাবেই ব্যাট হাতে ভালো করতে পারছেন না। প্রথম ম্যাচে ২, দ্বিতীয় ম্যাচে শূন্যর পর তৃতীয় ম্যাচে আবারও ২ রানের আউট হন তিনি।
ওপেনিংয়ে ব্যাট হাতে নেমে তিন ম্যাচে টানা ব্যর্থতার পরও সৌম্যর উপরেই আস্থা রাখেন নির্বাচকরা। চতুর্থ ম্যাচে ওপেনিংয়ে ব্যাট হাতে নেমে ১০ বলে ৮ রান করে আবারও হতাশ করেন সৌম্য। যার ফলে সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচে একাদশে রাখা হলেও সৌম্যকে আর ওপেনিংয়ে নামানো হয়নি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম কোন দ্বিপাক্ষিক সিরিজ জয়। সিরিজের চার ম্যাচে প্রথম তিনটিতে জয় তুলে নেয় বাংলাদেশ। চতুর্থ ম্যাচে প্রথম জয় পায় অস্ট্রেলিয়া। এবার সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ জয় পেলে ৪-১ ব্যবধানে শেষে হবে সিরিজ। বিপরীতে সিরিজ শেষ হবে ৩-২ ব্যবধানে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]