‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ না খেলেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব’ স্যোশাল মিডিয়াসহ বেশ কয়েকটি পোর্টালে এমন সংবাদ প্রকাশ হলেও বিষয়টি সত্য নয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজের শেষ ম্যাচেও দেখা যাবে সাকিব আল হাসানকে। সিরিজ শেষে দলের ছুটি চলাকালে স্ত্রী-সন্তানদের দেখতে যুক্তরাষ্ট্রে যেতে পারেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এমন তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘এমন তথ্য পুরোপুরি মিথ্যা। সিরিজ চলাকালে কেউ দল ছাড়ছে না। সাকিবও দলের সাথেই আছে।’
অস্ট্রেলিয়া সিরিজ শেষে দেশের মাটিতে ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে নিউজিল্যান্ড সিরিজ। তবে নিউজিল্যান্ড সিরিজ শুরু হওয়ার আগে কিছুদিনের জন্য বিরতি পাবেন টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়্যারম্যান আকরাম খান জানিয়েছে, টাইগারদের সেই ছুটি পাঁচদিনের মতো হতে পারে।
ছুটি চলাকালে পরিবারের সাথে সময় কাটাতে যুক্তরাষ্ট্র গেলে সেক্ষেত্রে হয়তো সাকিব দুই-একদিন বাড়তি ছুটি নিতে পারেন। তবে সিরিজ চলাকালে সাকিব দল ছেড়ে কোথাও যাচ্ছেন এটা নিশ্চিত।
জিম্বাবুয়ে সিরিজে ব্যাটে-বলে ভালো পারফর্ম করলেও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে কিছুটা এলোমেলো খেলছেন সাকিব। বল কিংবা ব্যাট, ঠিক নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। সর্বশেষ ম্যাচে এক ওভারে পাঁচ ছক্কা দেওয়া ছাড়া চার ওভারে দিয়েছেন ৫০ রান। টি-টোয়েন্টি ক্যারিয়ারে সাকিবের এটি সবচেয়ে ব্যায়বহুর বোলিং ইনিংস।
এদিকে, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টিতে বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। সোমবার (৯ আগস্ট) সিরিজের সর্বশেষ বাংলাদেশ জয় পেলে ব্যবধান আরও বাড়বে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]