একের পর আন্তর্জাতিক সিরিজ, বাংলাদেশের ক্রিকেটারদের সামনে দল ফেলার কোনো সুযোগ নেই। জিম্বাবুয়ের থেকে পূর্ণাঙ্গ সিরিজ খেলেই সরাসরি টিম হোটেলে উঠেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষ হওয়ার সাথে সাথেই বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। তাসমান পাড়ের দুই দেশের বিপক্ষে সিরিজের মাঝখানে পাঁচ দিনের ছুটি পাবেন সাকিব-রিয়াদরা।
রোববার (৮ আগস্ট) মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়্যারম্যান আকরাম খান জনান, ক্রিকেটারদের পাঁচ দিনের বিরতি দেওয়ার কথা ভাবছে বোর্ড। এ বিষয়ে তিনি বলেন, ‘নিউজিল্যান্ড ২৪ তারিখ আসবে। বাংলাদেশ বায়ো-বাবল থেকে বের হবে ১০ রাখি। আমরা ভাবছি ১৫ তারিখ পর্যন্ত ওদেরকে বিশ্রাম দিবো।’
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি বছরের ২৪ আগস্ট বাংলাদেশের মাটিতে পা রাখবে নিউজিল্যান্ড দল। তবে তার আগেই প্রস্তুতিতে নেমে যাবে বাংলাদেশ।
আকরাম খান বলেন, ‘কোচদের অধীনে ১৬ তারিখ থেকে অনুশীলন শুরু হবে। ২২ তারিখের দিকে করোনা পরীক্ষা করে ২৪ তারিখ বায়ো-বাবলে ঢুকবে ক্রিকেটাররা।’
দীর্ঘদিন থেকে পরিবার ছাড়া থাকায় ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। এ কারণে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে পরিবার সাথে রাখার অনুমতি দেওয়া হবে কিনা সে বিষয়ে বোর্ড পরিচালক বলেন, ‘আমরা জানিয়েছি,ক্রিকেটাররা যেভাবে স্বস্তিতে থাকবে সেভাবেই ব্যবস্থা করা হবে। যেমন মোস্তাফিজের ছিল। কেউ থাকতে চাইলে আমাদের কোনো সমস্যা নেই।’
বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই টানা বায়ো-বাবলের মধ্যে আছেন ক্রিকেটাররা। এর মধ্যেই পারফর্মেন্স করায় ক্রিকেটারদের কৃতিত্ব দেওয়া উচিত। এ বিষয়ে জানান, ‘সর্বশেষ ৫-৬ মাস ধরে ক্রিকেটাররা বায়ো-বাবলে আছে। অনেক কঠিন সময় পার করছে। এত কঠিন সময়ে ভালো পারফর্মেন্স করছে। ওদের কৃতিত্ব দেওয়া উচিত। এ নিয়ে আমরা নিয়মিত কথা বলছি।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]