বাংলাদেশ দলের বোলিং লাইন আপের অন্যতম ভরসা হয়ে আছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। কাটার দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে মুগ্ধ করেছেন। এবার তার কাছ থেকে কাটার শেখার চেষ্টা করছেন বাংলাদেশের আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
টাইগারদের সীমিত ওভারের বোলিংয়ে অন্যতম সেরা অস্ত্র মোস্তাফিজুর রহমান। চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই টাইগার একাদশে ভরসার নাম হয়ে উঠছেন শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়া সিরিজের দুর্দান্ত পারফর্মেন্স করে দলে নিজের অবস্থান আরও শক্তিশালি করে নিচ্ছেন ২০ বছর বয়সী এ পেসার।
বোলিংয়ে নিয়মিতই স্লোয়ার এবং কাটার দিলেও মোস্তাফিজের মতো কার্যকর নন শরিফুল। মোস্তাফিজ তার শরীরের সুবিধা নিয়েই নিয়মিত স্লোয়ার এবং কাটার করেন। তবে শরিফুলের মধ্যে প্রকৃতি প্রদত্ত বিষয়টি না থাকলেও মোস্তাফিজের এ স্কিল রপ্ত করার চেষ্টা করছেন বলে জানান।
শরিফুল বলেন, ‘মোস্তাফিজ ভাইয়ের কাছ থেকে আমি কাটার শেখার চেষ্টা করছি। অনুশীলনেও একই চেষ্টা করছি। ম্যাচে এখনও চেষ্টা করি নাই। উনার (মোস্তাফিজ) সিস্টেমটা ভিন্ন। আমি চেষ্টা করে যাচ্ছি।’
এছাড়াও মিরপুরের মাটিতে ডানহাতি ব্যাটসম্যানদেরকে কাটার করা বেশ বিপদজনক বলে মনে করেন। তিনি বলেন, ‘মিরপুরের ডানহাতি ব্যাটসম্যানদেরকে কাটার করা বিপদজনক। কারণ বলটা হালকা থেমে আসে, স্পিনারদের মতো টার্ন করে।’
মোস্তাফিজের সাথে সর্বশেষ কয়েকটি টুর্নামেন্টে একই দলে খেলছেন শরিফুল। এতে করে দুইজনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠেছে বলে জানিয়েছেন শরিফুল।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি খেলেছি মুস্তাফিজ ভাইয়ের সঙ্গে, এরপর ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছি। এখন জাতীয় দলে খেলছি। ওনার সঙ্গে বোলিং করার মজাই আলাদা। উনি সবসময় ইতিবাচক কথা বলেন। ব্যাটসম্যানকে খুব দ্রুত পড়তে পারেন। আমি যখন বোলিংয়ে আসি, তার আগেই আমাকে বলে দেন কোনটা করা উচিত, কোনটা ভালো, এসব।’
মিরপুরের উইকেট স্পিনিং হবে ভেবেই প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান শরিফুল। এ উইকেটে স্লোয়ার করলেই সহজে সাফল্য পাওয়া যাবে বলে মনে করেন। বলেন, ‘যখন বলতেছিল স্পিন উইকেট হবে মিরপুরে, আমরাও ওভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। এখানে জোড়ে বল না করে কাটার স্লোয়ার ব্যবহার করলে ভালো হবে। আমরা ভালো জায়গাতে বল করতে পেরেছি বলেই ফল পাইছি। পরবর্তীতে এরকম হলে আমরা চেষ্টা করবো উইকেট বুঝে বল করার। ইনশাআল্লাহ পেসাররা সব সময় সমর্থন পাবে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]