আগ্রাসী আচরণের শাস্তি পেলেন শরিফুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৮ পিএম, ০৮ আগস্ট ২০২১
আগ্রাসী আচরণের শাস্তি পেলেন শরিফুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আচরণবিধি ভাঙার দায়ে শাস্তি পেয়েছেন বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম। ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ ঘটনায় শরিফুলকে তিরস্কার করেছে পাশাপাশি তার নামের পাশে যুক্ত হয়েছ এক ডিমেরিট পয়েন্ট। আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে শরিফুলের শাস্তির কথা নিশ্চিত করেছে।

শুক্রবার (৬ আগস্ট) অস্ট্রেলিয়ার তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার ইনিংসের ১৮তম ওভারে অজি ব্যাটসম্যান মিচেল মার্শকে প্যাভিলিয়নে ফেরান শরিফুল। মার্শকে ফিরিয়ে বেশ আগ্রাসী আচরণ করেন তিনি। আউট করার পর মার্শের কাছে বেশ জোরে চিৎকার করেন তিনি।

তবে এটি ঘটনার শুরুর হয়েছিল মার্শের মাধ্যমেই। ইনিংসের শুরুর দিকে শরিফুলকে উদ্দেশ করে কিছু একটা বলেছিলেন মার্শ। এর ফলশ্রুতিতে অধিনায়ক মাহমুদউল্লাহ মার্শের সাথে বিবাদে জড়ান। পরবর্তীতে আম্পায়ার এসে দুইজনকে আলাদা করেন।

আম্পায়ারের রিপোর্টের ভিত্তিতে ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুল এ শাস্তি দেন। ম্যাচ রেফারির দেওয়া সিদ্ধান্ত মেনে নেন শরিফুল। এ কারণে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এটিই এ বাঁহাতি পেসারের প্রথম কোনো শাস্তি।

আইসিসির কোড অফ কন্ডাক্টের লেভেল এক ভাঙার দায়ে শরিফুলকে শাস্তি দেওয়া হয়েছে। লেভেল এক ভাঙার সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং সাথে এক কিংবা দুই ডিমেরিট পয়েন্ট।

২৪ মাসের সময়সীমার মধ্যে এটি শরিফুলের প্রথম ডিমেরিট পয়েন্ট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্যোশাল মিডিয়ায় প্রসংশার বন্যা

বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্যোশাল মিডিয়ায় প্রসংশার বন্যা

উইকেট ব্যাটিংয়ের জন্য খুব কঠিন ছিল : মাহমুদউল্লাহ

উইকেট ব্যাটিংয়ের জন্য খুব কঠিন ছিল : মাহমুদউল্লাহ

টি-টোয়েন্টি অভিষেকে প্রথম হ্যাটট্রিক, ইতিহাস গড়লো নাথান এলিস

টি-টোয়েন্টি অভিষেকে প্রথম হ্যাটট্রিক, ইতিহাস গড়লো নাথান এলিস