মিরপুরের উইকেট যেন পুরোটাই বোলারদের নিয়ন্ত্রণে। সিরিজের চতুর্থ ম্যাচে রান বের করতে পারছিল না বাংলাদেশের ব্যাটাররা। অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশ থামলো ১০৪ রানে। শেষ দিকে মেহেদী হাসানের ১৬ বলে ২৩ রানের ইনিংসে শতরান পার করে বাংলাদেশ।
শনিবার (৭ আগস্ট) সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট হাতে আগে তিন ম্যাচের ন্যায় এবার ব্যর্থতার পরিচয় দেন ওপেনার সৌম্য সরকার।
১০ বলে এক ছক্কায় ৮ রান করা সৌম্য বিদায় নিলে দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর অপরপ্রান্তে ১৬ রানে উইকেটে থাকা নাঈম শেখের সাথে জুটি বাধেন সাকিব আল হাসান।
দ্বিতীয় উইকেট জুটি থেকে ২৪ রান পায় বাংলাদেশ। ইনিংসের দশম ওভারে ব্যক্তিগত ২৬ বলে ১৫ রান করে সাকিব সাজঘরে ফিরলে দলীয় ৪৮ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে।
ধীরগতির পিচে দশ ওভারে খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় অস্ট্রেলিয়া। ১ উইকেটে ৪৮ থেকে ৭ উইকেটে ৮৩ রানে পরিণত হয়। ৩৫ রানে ৬ উইকেট হারিয়ে লড়াকু স্কোর থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। তবে শেষ দিকে মেহেদীর ১৬ বলে ২৩ রানে শতরান পার করে বাংলাদেশ।
এছাড়া আফিফ ১৭ বলে ২০ রানের ইনিংস খেলেন। চারজন ছাড়া বাকি সবাই ছিলেন দুই অংকের নীচে। তাদের মধ্যে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও নুরুল হাসান সোহান ফিরেছেন খালি হাতে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২০ ওভারে ১০৪/৯ (নাঈম ২৮, সৌম্য ৮, সাকিব ১৫, মাহমুদউল্লাহ ০, সোহান ০, আফিফ ২১, শামীম ৩, মেহেদD ২৩, নাসুম ২*, শরিফুল ০; টার্নার ৪-০-২২-০, হেইজেলউড ৪-০-২৪-২, অ্যাগার ৪-০-২৩-০, টাই ৩-০-১৮-৩, সোয়েপসন , হেনরিকেস ১-০-৫-০)।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]