সফররত অস্ট্রেলিয়াকে টানা তিন ম্যাচে হারিয়ে প্রথমবারের মতো সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ। ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এটাই প্রথম কোন সিরিজ জয়।শুক্রবার (৬ আগস্ট) সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ।
টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১১৭ রানে থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ১২৮ রানে জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়ার লড়াই গড়িয়েছে শেষ ওভার পর্যন্ত।
শেষ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২২ রান। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বল তুলে দেন মেহেদী হাসানের হাতে। মেহেদীর প্রথম বলে অবশ্য ভয় ধরিয়ে দেন অ্যালেক্স কেয়ারি।
প্রথম বলে ছক্কা মেরে ম্যাচ জমিয়ে দেন অ্যালেক্স কেয়ারি। পরের বলে নেন ১ রান। তৃতীয় বলে কোন রান নিতে দেননি হেমেদী। তবে পরের বলটি নো করে বসেন মেহেদী। আবারও ম্যাচ জমে ওঠে।
নো বল থেকে ১ রান নিয়ে শেষ দুই বলে অস্ট্রেলিয়ার প্রয়োজন হয় ১২ রান। পরের বল আবারও ডট এবং শেষ বলে ১ রান নিতে পারে অস্ট্রেলিয়া। অর্থাৎ, শেষ ওভার থেকে অস্ট্রেলিয়া ১১ রান নিলে ১০ রানে ম্যাচ জিতে যায় বাংলাদেশ।
এর আগে রান তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল অসিরা। ওপেনার ও অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাথিউ ওয়েড ফিরে ১ রানে। নাসুম আহমেদকে পুল করতে গিয়ে শর্ট ফাইন লেগে শরিফুল ইসলামের হাতে ক্যাচবন্দি হোন তিনি।
শুরুতে উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে পঞ্চাশোর্ধ্ব জুটি গড়েন ম্যাকডরমট এবং শন মার্শ। দেখেশুনে ব্যাট চালিয়ে দলকে এগিয়ে নেন তারা। ইনিংসের ১৪তম ওভারে ভাঙে তাদের জুটি। ৪১ বলে ৩৫ রান করা ম্যাকডরমটকে বোল্ড করেন সাকিব।
পরের ওভারে আরও একটি উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। শরিফুলের প্রথম বলটি লেগ সাইডে তুলতে গিয়ে মিডঅনে শামীম পাটোয়ারীর হাতে ক্যাচবন্দি হন ময়েচেস হেনড্রিকস (২)। অল্প সময়ে দুই উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার ওপর রানের চাপ বেড়ে যায়। শেষ তিন ওভারে দরকার পরে ৩৪ রান।
১৮তম ওভারে নাঈম শেখের বলে ক্যাচ আউট হোন মার্শ (৪৭ বলে ৫১)। এরপরই অনেকটা কোণঠাসা হয়ে পড়ে অসিরা। পরের কাজটুকু সারেন মোস্তাফিজ। দুর্দান্ত এক ওভারে অস্ট্রেলিয়ার হার রচনা করেন তিনি। ফলে জয়ের জন্য শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন পড়ে ২২ রান।
এর আগে মাহমুদউল্লাহ রিয়াদের দায়িত্বশীল ফিফটি রানের ইনিংসে ৯ উইকেটে ১২৭ রান তুলে বাংলাদেশ। ৫৩ বলে ৪ বাউন্ডারিতে ৫২ রান করেন টাইগারদের অধিনায়ক।
বাংলাদেশের বিপক্ষে বল হাতে টি-টোয়েন্টি অভিষেকে হ্যাটট্রিক গড়ার রেকর্ড গড়েন নাথান এলিস। বল হাতে শেষ ওভারে শেষ তিন বলে মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজ এবং মেহেদী হাসানের উইকেট তুলে নিয়ে এ রেকর্ড গড়নে তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ম্যাটে এটাই প্রথম হ্যাটট্রিক উইকেটের রেকর্ড।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২০ ওভারে ১২৭/৯ (সাকিব ২৬, মাহমুদউল্লাহ ৫২, আফিফ ১৯, সোহান ১১; টার্নার ১-০-২-০, হেইজেলউড ৪-০-১৬-২, জ্যাম্পা ৪-০-২৪-২)
অস্ট্রেলিয়া : ২০ ওভারে ১১৭/৪ (ম্যাকডারমট ৩৫, মার্শ ৫১, কেয়ারি ২০*, ক্রিস্টিয়ান ৭*; মেহেদী ৩-০-২৯-০, নাসুম ৪-১-১৯-১, সাকিব ৪-০-২২-১, মোস্তাফিজ ৪-০-৯-০, শরিফুল ৪-০-২৯-২)।
ম্যাচ সেরা : মাহমুদউল্লাহ রিয়াদ
সিরিজ : ৩-০ ব্যবধানে সিরিজ বাংলাদেশের।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]