মোস্তাফিজের স্কিল স্রেফ অবিশ্বাস্য : অ্যাস্টন আগার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৯ এএম, ০৬ আগস্ট ২০২১
মোস্তাফিজের স্কিল স্রেফ অবিশ্বাস্য : অ্যাস্টন আগার

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। অন্যদিকে, সিরিজ বাঁচানোর লক্ষ্যে শুক্রবার (৬ আগস্ট) সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচেই বল হাতে দুর্দান্ত ছিলেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজকে প্রশংসায় ভাসালেন অস্ট্রেলিয়ার অ্যাস্টন আগারও।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আগার জানান, মোস্তাফিজের স্লোয়ার বল বুঝা খুবই কঠিন। একই সাথে তিনি ফিজের স্কিলকে অবিশ্বাস্য বলেও দাবি করেন।

আগার বলেন, 'মোস্তাফিজ দুর্দান্ত এক বোলার। সত্যিই অসাধারণ! তার স্লোয়ার বল যদি কাছ থেকে দেখেন, কবজি আর আঙুলের ব্যবহারে অবিশ্বাস্য স্কিল আছে! স্রেফ অবিশ্বাস্য স্কিল। এই স্লোয়ার অসাধারণ, কারণ এটা খুব ধীরগতির নয় এবং অনেক কিছুই হতে পারে।'

মোস্তাফিজের কাটারে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আউট হয়েছেন আগারও। মোস্তাফিজের সেই বলকে আগার এভাবে বিশ্লেষণ করেন, 'আমি একটা ডেলিভারি পেয়েছি, যেটা লাফিয়ে উঠেছে। মাঝেমধ্যে বল উঁচুতে আসতে পারে, কখনো নিচু হতে পারে। কখনো স্পিন করতেও পারে, আবার না ও করতে পারে। এক কথায় সত্যিই বৈচিত্রময়। তার বেশির ভাগ ডেলিভারিই স্লোয়ার।'

সিরিজের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও সফররত অস্ট্রেলিয়াকে হারের স্বাদ দেয় বাংলাদেশ। বল হাতে অস্ট্রেলিয়াকে ১২১ রানে আটকে রেখে ৮ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় টাইগাররা।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

নটিংহ্যাম টেস্ট : প্রথম দিনে ভারতের দাপট, কোণঠাসা ইংল্যান্ড

নটিংহ্যাম টেস্ট : প্রথম দিনে ভারতের দাপট, কোণঠাসা ইংল্যান্ড

পিছিয়ে গেল জিম্বাবুয়ের আয়ারল্যান্ড সফর

পিছিয়ে গেল জিম্বাবুয়ের আয়ারল্যান্ড সফর

সিনিয়র-জুনিয়র বিষয় না, দলের জন্য খেলি : আফিফ

সিনিয়র-জুনিয়র বিষয় না, দলের জন্য খেলি : আফিফ

টানা দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ

টানা দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ