টানা দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৮ এএম, ০৫ আগস্ট ২০২১
টানা দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ

সিরিজের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও সফররত অস্ট্রেলিয়া হারের স্বাদ দিল বাংলাদেশ। বল হাতে অস্ট্রেলিয়াকে ১২১ রানে আটকে রেখে ৮ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আবারও ব্যর্থ হোন ওপেনার সৌম্য সরকার। প্রথম ম্যাচে ২ রান (৯ বল) সৌম্য দ্বিতীয় ম্যাচে ফিরেন খালি হাতে। সৌম্যর পর মোহাম্মদ নাঈমও বড় ইনিংস খেলতে ব্যর্থ হোন। ১৩ বলে ৯ রান করে জশ হ্যাজলেউডের বলে বোল্ড হলে ২১ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

তৃতীয় উইকেট জুটিতে ৩৭ রান যোগ করেন সাকিব আল হাসান এবং মেহেদী হাসান। ব্যক্তিগত ১৬ রানে রিভিউ নিয়ে একবার জীবন পেলেও বড় সংগ্রহ গড়তে পারেননি সাকিব। প্রথম ম্যাচে ৩৬ রান করা সাকিব এই ম্যাচে করেন ২৬ রান। ১৭ বলের তার এই ইনিংসে ৪টি চারের মার ছিল।

সাকিব চলে যাওয়ার পর দলকে শঙ্কায় ফেলে খালি হাতে ফিরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। চারটি বল মোকাবেলা করলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। ফলে দলীয় ৫৯ রানে (৯.৩ ওভার) চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

১২তম ওভারের দ্বিতীয় বলে স্ট্যাম্পিংয়ের শিকার হোন মেহেদী হাসান। ২৪ বলে এক ছক্কায় ২৩ রান করেন তিনি। দলীয় ৬৭ রানে (১১.২ ওভার) পঞ্চম উইকেট হারানোর পর দলকে জয়ের বন্দরে নিয়ে যান আফিফ হোসেন ধ্রুব এবং নুরুল হাসান সোহান।

ব্যাট হাতে আফিফ ৩১ বলে ৩৭ এবং ২১ বলে ২২ রানে সোহান অপরাজিত ছিলেন। ম্যাচ সেরা হয়েছেন দলতে জয়ের বন্দনে পৌঁছে দেওয়া আফিফ হোসেন ধ্রুব।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশের সামনে ১২২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল সফররত অস্ট্রেলিয়া। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২১ রান সংগ্রহ করেছিল তারা।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ২০ ওভারে ১২১/৭ (ফিলিপি ১০, কেয়ারি ১১, মার্শ ৪৫, হেনরিকেস ৩০; মেহেদী ৩-০-১২-১, নাসুম ৪-০-২৯-০, সাকিব ৪-০-২২-১, মোস্তাফিজ ৪-০-২৩-৩, শরিফুল ৪-০-২৭-২)

বাংলাদেশ : ১৮.৪ ওভারে ১২৩/৫ (নাঈম ৯, সাকিব ২৬, মেহেদী ২৩, আফিফ ৩৭*, সোহান ২২*; স্টার্ক ৩-০-২৮-১, অ্যাগার ৪-০-১৭-১, জ্যাম্পা ৪-০-২৪-১, টাই ৩-০-২৭-১)।

ফলাফল : বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
সিরিজ : ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

অজি বধের দিনে বাংলাদেশের সঙ্গী দুই রেকর্ড

অজি বধের দিনে বাংলাদেশের সঙ্গী দুই রেকর্ড

বাংলাদেশ দু’টি বল বাতিল করলেও পারেনি অস্ট্রেলিয়া

বাংলাদেশ দু’টি বল বাতিল করলেও পারেনি অস্ট্রেলিয়া

চাপ না নিয়ে সফল নাসুম আহমেদ

চাপ না নিয়ে সফল নাসুম আহমেদ