দ্বিতীয় ম্যাচেও টস জয়, তবে সিদ্ধান্ত পাল্টালো অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪০ এএম, ০৫ আগস্ট ২০২১
দ্বিতীয় ম্যাচেও টস জয়, তবে সিদ্ধান্ত পাল্টালো অস্ট্রেলিয়া

সিরিজের দ্বিতীয় ম্যাচেও টস ভাগ্যে জয় পেয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তবে প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করে হারের স্বাদ নেওয়া অস্ট্রেলিয়া এবার সিদ্ধান্তে পরিবর্তন এনেছে। টস জিতে বাংলাদেশকে প্রথমে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়ে নিজেরা ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সফররত অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে ২৩ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। যা টাইগারদের ক্রিকেট ইতিহাসে টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়ের রেকর্ড।

এদিকে, প্রথম ম্যাচের একাদশ নিয়েই দ্বিতীয় ম্যাচে খেলছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দুই দলের একাদশে কোন পরিবর্তন আনা হয়নি।

প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রান সংগ্রহ করে বাংলাদেশ ক্রিকেট দল। জয়ের জন্য ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগারদের বোলিং তোপে ইনিংসে শেষ বলে ১০৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ফলে অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে জয় (২৩ রান) ‍তুলে নেয় বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জয় পেলে ২-০ তে এগিয়ে যাবে বাংলাদেশ। অন্যদিকে, অস্ট্রেলিয়া জয় পেলে ১-১ সমতায় ফিরবে সিরিজ। পাঁচ ম্যাচ সিরিজের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৬, ৭ এবং ৯ আগস্ট।

বাংলাদেশ একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারী, মাহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ
ম্যাথিউ ওয়েড (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপে, মিচেল মার্শ, ময়েস হেনরিক্স, অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা এবং জশ হ্যাজলেউড।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

অজি বধের দিনে বাংলাদেশের সঙ্গী দুই রেকর্ড

অজি বধের দিনে বাংলাদেশের সঙ্গী দুই রেকর্ড

চাপ না নিয়ে সফল নাসুম আহমেদ

চাপ না নিয়ে সফল নাসুম আহমেদ

বাংলাদেশ দু’টি বল বাতিল করলেও পারেনি অস্ট্রেলিয়া

বাংলাদেশ দু’টি বল বাতিল করলেও পারেনি অস্ট্রেলিয়া