বৃষ্টির কারণে এক ম্যাচ জিতেই সিরিজ জিতলো পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৮ এএম, ০৫ আগস্ট ২০২১
বৃষ্টির কারণে এক ম্যাচ জিতেই সিরিজ জিতলো পাকিস্তান

সিরিজ মাঠে গড়ানোর আগেই কমে গিয়েছিলো এক ম্যাচ। পাঁচ ম্যাচের সিরিজ কমে নেমে আসে চার ম্যাচে। কিন্তু সেই চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলা হলো কেবল এক ম্যাচ। বাকি সব ম্যাচ বৃষ্টির কারণে সম্পূর্ণ করা সম্ভব না হওয়ায় সিরিজের দ্বিতীয় ম্যাচ জয় লাভ করা পাকিস্তান জিতে নিলো সিরিজ।

পুরো সিরিজ জুড়ে দুই দলের খেলোয়াড়দের চেয়েও বেশি প্রভাব রাখে আবহাওয়া। তীব্র বৃষ্টির কারণে ওভার কমিয়েও ম্যাচগুলো শেষ করতে পারছিল না আয়োজকরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই দলের জন্যই এই সিরিজ হতে পারতো নিজেদের তৈরি করার। কিন্তু বৃষ্টির কাছে হার মানতে হয় দুই দলকেই।

সিরিজের শেষ ও চতুর্থ ওয়ানডে ম্যাচেও বৃষ্টির কারণে মাত্র খেলা হয়েছে কেবল ৩ ওভার। এরপর বৃষ্টি হানা দিলে তিন ঘন্টা অপেক্ষা করেও মাঠে খেলা ফেরানো সম্ভব হয়নি। ফলে বাধ্য হয়ে সিরিজের চতুর্থ ম্যাচও পরিত্যক্ত ঘোষণা করলে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০তে জিতে নেয় পাকিস্তান।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ রানের জয় পেয়েছিল পাকিস্তান। অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের নিয়ন্ত্রিত বোলিংই ম্যাচের পার্থক্য গড়ে দেয় সেদিন। কিপটে বোলিং করা হাফিজ ম্যাচ সেরার পুরস্কারও লাভ করেন।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

ধুলোতে খেলিয়েছিল ভারত, ঘাসের পিচে সমস্যা দেখেন না অ্যান্ডারসন

ধুলোতে খেলিয়েছিল ভারত, ঘাসের পিচে সমস্যা দেখেন না অ্যান্ডারসন

বাংলাদেশ দু’টি বল বাতিল করলেও পারেনি অস্ট্রেলিয়া

বাংলাদেশ দু’টি বল বাতিল করলেও পারেনি অস্ট্রেলিয়া

অজি বধের দিনে বাংলাদেশের সঙ্গী দুই রেকর্ড

অজি বধের দিনে বাংলাদেশের সঙ্গী দুই রেকর্ড

স্থগিত আইপিএলে এনওসি পাবেন সাকিব-মোস্তাফিজ

স্থগিত আইপিএলে এনওসি পাবেন সাকিব-মোস্তাফিজ