অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং করে বাংলাদেশকে জয় এনে দেওয়ার পাশাপাশি ম্যাচ সেরার পুরষ্কারও নিজের করে নিয়েছেন স্পিনার নাসুম আহমেদ। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে চাপ ছাড়াই খেলেছেন বলে জানিয়েছেন তিনি। দলকে ঐতিহাসিক এক জয় এনে দেওয়ার পিছনে নাসুমের অবদান ছিলো ১৯ রানে ৪ উইকেট শিকার।
টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম ম্যাচ খেলতে নেমেছিলেন নাসুম আহমে। এর আগের ৪ ম্যাচে শিকার করেছিলেন মাত্র দুই উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে নেমে চার অজি ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফিরেছেন। সঙ্গী করেছেন ম্যাচ সেরার পুরষ্কার।
নাসুম আহমেদ জানান দলের পরিকল্পনা অনুযায়ী বল করেই সফল হয়েছেন। এছাড়াও ম্যাচ চলাকালীন দলের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদের কাছ থেকে বেশ সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন।
নাসুম বলেন, ‘সাকিব ভাই আর রিয়াদ ভাই দুই জন মিলে আমাকে অনেক সমর্থন করেছে। যতক্ষণ আমি বোলিং করতেছিলাম, আমার সাথে অনেকক্ষণ কথা বলেছে। যে ওভারে আমি বোলিং করতেছিলাম সে সময়ও আমার সাথে কথা বলতেছিলো।’
এছাড়াও ম্যাচে কোনো চাপ নেন নাই বলে জানান নাসুম। তিনি বলেন, ‘বাড়তি চাপ তো থাকেই। তবে সেটি আমি নিইনি, লক্ষ্যই রেখেছিলাম ডট করার।’
সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছিলেন নাসুম আহমদে। সে ম্যাচে বাংলাদেশের সবচেয়ে খারাপ বোলার ছিলেন তিনি। এ বিষয়ে নাসুম বলেন, ‘কালকে যখন নেটে বল করছিলাম, তখন কোচ আমাকে বললেন যে, কাল তুমি খেলবে, তোমার ওপর অনেক দায়িত্ব। তখন থেকে আমি ভাবছিলাম খেললে কী করব। অনেক রোমাঞ্চিত ছিলাম। শেষ একটা ম্যাচে একটু বাজে বল করেছি। তাই একটু চিন্তিত ছিলাম।’
মঙ্গলবার (৩ আগস্ট) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ। দলের জয়ে বল হাতে দারুণ ভূমিকা রাখেন নাসুম আহমেদ। তিনি ১৯ রানে ৪ উইকেট শিকার করেন। বোলিং কোটার পুরো ৪ ওভার বোলিং করে করে ১২ টি ডট বল করেছিলেন তিনি।
ডট বলের বিষয়ে নাসুম বলেন, ‘যখন আমরা ১৩১ করেছি তখন নামার আগে রিয়াদ ভাই (অধিনায়ক মাহমুদউল্লাহ) বলছিলেন যে, আমরা এই রানেই লড়াই করব। ডট বল করব। যতটুক পারি, চেষ্টা করব জেতার জন্য। ওই ডট বলের চিন্তাই করছিলাম।’
এছাড়াও ম্যাচে দুই পেসার শরিফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান দুইটি করে উইকেট শিকার করেন। পাশাপাশি একটি করে উইকেট শিকার করেন শেখ মাহেদী হাসান এবং সাকিব আল হাসান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]