প্রস্তুত বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে হারানোর ভালো সুযোগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৪ এএম, ০৩ আগস্ট ২০২১
প্রস্তুত বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে হারানোর ভালো সুযোগ

জিম্বাবুয়ের মাটিতে টি-টুয়েন্টি সিরিজ জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। জয়ের সুবাস নিয়ে একই ফরম্যাটে এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। অসিদের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি এই সিরিজে ভালো সুযোগ দেখছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত চারবার টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের মঞ্চে দেখা হওয়া সবগুলো ম্যাচেই হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। তবে এবার হারের সেই বন্ধ্যাত্ব ঘোচাতে চায় বাংলাদেশ। ঘরের মাঠে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও নিজের দল নিয়ে বেশ আশাবাদী।

সিরিজ শুরুর আগে সোমবার (২ আগস্ট) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ঠিক তেমনটাই জানিয়েছেন টাইগার অধিনায়ক। বলেন, ‌‘আমাদের (বাংলাদেশ) জন্য এটা বড় একটা সুযোগ। প্রতিটি খেলোয়াড়ের জন্যও সুযোগ, নিজেদের সামর্থ্য দেখানোর। আমি সবসময় বিশ্বাস করি যে, ঘরের মাঠে আমরা বেশ ভালো একটা দল। আমরা চেষ্টা করবো যেন আরও একবার সেটা প্রমাণ করতে পারি।’

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের এ সিরিজে ভালো সুযোগ দেখলেও সেরা সুযোগ বলে মানছেন না মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘সেরা সুযোগ কি-না সেটা এ মুহূর্তে বলাটা কঠিন। কারণ, তারাও (অস্ট্রেলিয়া) অতি ভালো একটি দল। ভালো ক্রিকেট খেলেই ওদেরকে হারাতে হবে। গুরুত্বপূর্ণ হলো ম্যাচে আমরা আমাদের স্কিলগুলো কত ভালোভাবে প্রয়োগ করতে পারি।’
sportsmail24
টাইগার অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় খুব ভালো একটা সিরিজ হবে। আলহামদুলিল্লাহ, আমরা জিম্বাবুয়েতে পুরো সিরিজে ভালো ক্রিকেট খেলেছি। আমাদের আত্মবিশ্বাসও আছে। অপেক্ষায় আছি যেন আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারি। কারণ, আমি বিশ্বাস করি টি-টোয়েন্টিতে র‌্যাংকিংয়ের যত উপরের দলই হোক না কেন, নির্দিষ্ট দিনে ভালো খেললে যে কাউকে হারানো যায়।’

দলের ক্রিকেটারদের নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘সোহান, আফিফ, শামীমদের গেম শেষ করার সামর্থ আছে। ওরা ভালো ছন্দে আছে। আমি তাদের ওপর পূর্ণ আস্থা রাখছি। ইনশআল্লাহ, এ সিরিজেও তারা তাদের প্রতিভা ও স্কিলের প্রতি সুবিচার করতে পারবে।’

পাঁচ ম্যাচ সিরিজের সবগুলো ম্যাচ মিরপুরে সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে। প্রথম ম্যাচ মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার পরের দিনও খেলা রয়েছে। এছাড়া সিরিজের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৬, ৭ ও ৮ আগস্ট। করোনার কারণে মাঠে দর্শক প্রবেশের অনুমতি না থাকলেও সবগুলো ম্যাচ টিভিতে সরাসারি সম্প্রচার করা হবে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশে ‘আসছে না’ ইংল্যান্ড

বাংলাদেশে ‘আসছে না’ ইংল্যান্ড

অস্ট্রেলিয়া সিরিজে দুটি রেকর্ডের সামনে অলরাউন্ডার সাকিব

অস্ট্রেলিয়া সিরিজে দুটি রেকর্ডের সামনে অলরাউন্ডার সাকিব

টেস্ট ‌‌‘অবসর’ নিয়ে আরও পরে কথা বলবেন মাহমুদউল্লাহ

টেস্ট ‌‌‘অবসর’ নিয়ে আরও পরে কথা বলবেন মাহমুদউল্লাহ

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথিউ ওয়েড

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথিউ ওয়েড