অস্ট্রেলিয়া শিবিরে ইনজুরি, ছিটকে গেলেন রাইলি মেরিডেথ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৩ এএম, ০৩ আগস্ট ২০২১
অস্ট্রেলিয়া শিবিরে ইনজুরি, ছিটকে গেলেন রাইলি মেরিডেথ

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর মাত্র একদিন আগে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার পেসার রাইলি মেরিডেথ। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারছেন না ডানহাতি এ অজি পেসার। তার পরিবর্তে রিজার্ভে থাকা নাথান এলিলস-কে দলে যুক্ত করা হয়েছে।

সোমবার (২ আগস্ট) ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বলা হয়, ফাস্ট বোলার রাইলি মেরিডেথের এ সিরিজ খেলা হচ্ছে না। তার পরিবর্তে তরুণ নাথান এলিসকে দলে নেওয়া হয়েছে।

এছাড়া দলে থাকা ব্যাটার বেন ম্যাকডারমট বার্বাডোসে দুর্ঘটনায় পায়ের গোড়ালির আঘাত থেকে সেরে উঠেছেন। তিনি এখন খেলার জন্য পুরোপুরি প্রস্তুত।

দলে ডাক পাওয়া এলিস বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের হয়ে খেলেন। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ২৯ ম্যাচে ৩২ উইকেট নিয়েছেন তিনি। যেখানে গত মৌসুমে ১৪ ম্যাচে ২০ উইকেট শিকার করেছেন এ অজি পেসার। এছাড়া ডেথ ওভারে দারুণ বোলিং করেন ২৬ বছর বয়সি এ পেসার।

বাংলাদেশ সফরে আসার আগে ইনজুরির কারণে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার নিয়মিত অ্যারন ফিঞ্চ। তার পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিবেন ম্যাথু ওয়েড

ইনজুরি ও ব্যক্তিগত কারণে বাংলাদেশ সফরে আসেননি অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটার। স্টিভেন স্মিথ, প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, মার্কাস স্টয়নিসদের মতো তারকা ক্রিকেটাররা ঢাকার এ সিরিজে খেলছেন না। অবশ্য ঢাকার আসার আগে ওয়েস্ট ইন্ডিজ সফরেও তারা ছিলেন না।

অস্ট্রেলিয়ার স্কোয়াড
ম্যাথিউ ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারে, ড্যান ক্রিশ্চিয়ান, জশ হ্যাজলউড, মইসেস হেনরিকস, মিচেল মার্শ, বেন ম্যাকডেরমট, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা ও নাথান এলিস।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ সম্প্রচারিত হবে না অস্ট্রেলিয়াতে

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ সম্প্রচারিত হবে না অস্ট্রেলিয়াতে

মাঠে ঢুকেই অস্ট্রেলিয়ার চোখ মিরপুরের উইকেটে

মাঠে ঢুকেই অস্ট্রেলিয়ার চোখ মিরপুরের উইকেটে

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের দল ঘোষণা

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের দল ঘোষণা

টার্নিং উইকেটে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত অ্যাশটন টার্নার

টার্নিং উইকেটে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত অ্যাশটন টার্নার