বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথিউ ওয়েড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৩ পিএম, ০২ আগস্ট ২০২১
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথিউ ওয়েড

ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকতেই ইনজুরির কারণে ছিটকে গেছেন দলের নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ফলে তাকে ছাড়াই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এবার সিরিজ শুরুর আগের দিন নতুন অধিনায়ক ঘোষণা করলো ক্রিকেট অস্ট্রেলিয়া।

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের অজিদের নেতৃত্ব দিবেন ম্যাথিউ ওয়েড। সোমবার (২ আগস্ট) অস্ট্রেলিয়া পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান ম্যাথিউ ওয়েড গত গ্রীষ্মেও ফিঞ্চ ইনজুরিতে পড়লে ভারতের বিপক্ষে দলের নেতৃত্ব দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সফলে ইনজুরিতে পড়ে ফিঞ্চ দেশে ফেরায় বাংলাদেশের বিপক্ষে আবারও নেতৃত্ব পেলেন তিনি।

ম্যাথিউ ওয়েড অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ৪৩টি টি-টোয়েন্টি খেলেছেন। এ ফরম্যাটে ব্যাট হাতে তিনটি অর্ধশতর মাঝে একটি ৮০ রানের ইনিংস রয়েছে তার। এছাড়া ১৩০ স্ট্রাইক রেটে তার মোট রান ৬১৩।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ঢাকায় পৌঁছে তিন দিনের কোয়ারেন্টাইন শেষে রোববার মাঠের অনুশীলনে ফিরছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। মঙ্গলবার (৩ আগস্ট) সিরিজ শুরু আগে সোমবার শেষ দিনের অনুশীলন করবে তারা।

বাংলাদেশের বিপক্ষে মাত্র সাতদিনের মধ্যে পাঁচ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। মঙ্গলবার (৩ আগস্ট) প্রথম ম্যাচের পর বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট।

এদিকে, ইনজুরি ও বায়ো-বাবল জটিলতায় বাংলাদেশ দলেও বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার এ সিরিজে খেলতে পারছেন না। ইনজুরির কারণে ওপেনার তামিম ইকবাল ছাড়াও বায়ো-বাবল ইস্যুতে ঘরের মাঠের এ সিরিজ থেকে ছিকটে গেছেন অভিজ্ঞ মুশফিকুর রহীম এবং লিটন দাস।

অস্ট্রেলিয়ার স্কোয়াড
ম্যাথিউ ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারে, ড্যান ক্রিশ্চিয়ান, জশ হ্যাজলউড, মইসেস হেনরিকস, মিচেল মার্শ, বেন ম্যাকডেরমট, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই ও অ্যাডাম জাম্পা।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের দল ঘোষণা

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের দল ঘোষণা

মাঠে ঢুকেই অস্ট্রেলিয়ার চোখ মিরপুরের উইকেটে

মাঠে ঢুকেই অস্ট্রেলিয়ার চোখ মিরপুরের উইকেটে

টার্নিং উইকেটে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত অ্যাশটন টার্নার

টার্নিং উইকেটে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত অ্যাশটন টার্নার

অস্ট্রেলিয়া সিরিজে প্রয়োজনে ওপেন করবেন সাকিব

অস্ট্রেলিয়া সিরিজে প্রয়োজনে ওপেন করবেন সাকিব