সবকিছু প্রস্তুত, অপেক্ষা এখন মঙ্গলবারের (৩ আগস্ট)। কোয়ারেন্টাইন শেষে মাঠে অনুশীলনে ফিরেছে দুই দলই। সকালে বাংলাদেশ দলের অনুশীলনের পর বিকেলে ফিরেছে অস্ট্রেলিয়া। কঠোর বায়ো-বাবলের মাঝে অস্ট্রেলিয়া ক্রিকেট দল মাঠে ঢুকেই যেটা সবার আগে পরখ করেছে, সেটি হলো মিরপুরের উইকেট। এর আগে অবশ্য বাংলাদেশ দলও উইকেট সম্পর্কে ধারণা নিয়েছে।
তিনদিনের কোয়ারেন্টাইন শেষ করে রোববার (১ আগস্ট) থেকে ‘মুক্ত’ হয়েছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এর আগে ২৯ জুলাই (বৃহস্পতিবার) সকালে বাংলাদেশ এবং বিকেলে অস্ট্রেলিয়া ঢাকায় পৌঁছে কোয়ারেন্টাইনে পালনে হোটেলবন্দি হয়েছিল।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনা ভাইরাস বাংলাদেশেও এখনো নিয়ন্ত্রণে না আসায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি আয়োজিত হচ্ছে কঠোর বায়ো-সুরক্ষা পরিবেশে। করোনা সুরক্ষায় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের একাধিক দাবিও মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কোয়ারেন্টাইন পালন শেষে রোববার বিকেলে প্রথম দিনের মতো মাঠের অনুশীলনে ফিরে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বিকেল চারটা থেকে শুরু হয় দলের অনুশীলন।
মাঠে ঢুকেই দলের বেশ কয়েকজন ক্রিকেটার চলে যার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সেন্টার উইকেটে। ঢেকে রাখা উইকেটের চারপাশে ঘুরে ঘুরে দেখেন মইসিস হ্যানরিক্স ও এলেক্স ক্যারি ছাড়াও আরও বেশ কয়েকজন।
মঙ্গলবার (৩ আগস্ট) এই উইকেটেই শুরু সিরিজের প্রথম লড়াই। পাঁচ ম্যাচ সিরিজের বাকি চারটি টি-টোয়েন্টি মাঠে গড়াবে যথাক্রমে ৪, ৬, ৭ এবং ৯ আগস্ট। ভারত বিশ্বকাপ (অনুষ্ঠিত হবে আরব-আমিরাতে) দুই দলের জন্যই সিরিজ অত্যান্ত গুরুত্বপূর্ণ।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]