ক্রিকেটের শুরু থেকে এখন পর্যন্ত এসেছে নানা পরিবর্তন। নিয়মে যেমন পরিবর্তন এসেছে, তেমনি সংযোজন ঘটেছে নতুন নতুন ফরম্যাটেরও। তাছাড়া যুগের সাথে তাল মিলিয়ে ক্রিকেটেও ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তির। এবার, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নতুন আরও এক প্রযুক্তির ব্যবহার দেখতে যাচ্ছে ক্রিকেটপ্রেমীরা।
২৬ আগস্ট থেকে শুরু হতে যাওয়া সিপিএলের এবারের আসরে ব্যবহার করা হবে নতুন এক ধরনের স্মার্ট বল। ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা কোকাবুরা বাজারে এনেছে এই বল। হুবহু ক্রিকেট বলের মতো দেখতে হলেও এই বলে থাকবে একটি মাইক্রোচিপ যা দিয়ে আরও সঠিক তথ্য দ্রুত এবং সঠিকভাবে পাওয়া যাবে।
Hero CPL to feature the Kookaburra Smart Ball powered by SportCor. This ball's revolutionary core will us give more data than ever before. READ MORE HERE - https://t.co/xBHFPZ2gr0 pic.twitter.com/JqNMHaH3jw
— CPL T20 (@CPL) July 30, 2021
নতুন এই বলের মাধ্যমে স্পিড, দূরত্ব, শক্তি এবং বল ছাড়ার সময় কতটা স্পিন হচ্ছে, কিপারের কাছে পৌঁছাতে কত সময় নিচ্ছে এসব তথ্য সাথে সাথেই বের করা সম্ভব হবে। তাছাড়া স্মার্ট এই বল থেকে পাওয়া তথ্যগুলো স্মার্ট ওয়াচেও প্রেরণ করা যাবে।
এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানায়, কোকাবুরার এই স্মার্ট বল সাধারণ বলের মতোই দেখতে। এই বলের আচরণেও কোন পার্থক্য নেই। বলটিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে বল ট্র্যাকিং সহ আরও নানা তথ্য দ্রুত বের করা যাবে।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]