হাফিজের কিপটে বোলিংয়ে পাকিস্তানের জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪০ পিএম, ০১ আগস্ট ২০২১
হাফিজের কিপটে বোলিংয়ে পাকিস্তানের জয়

সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির জয় হলেও দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ রানের জয় পেয়েছে পাকিস্তান। অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের নিয়ন্ত্রিত বোলিংই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। কিপটে বোলিং করা হাফিজ ম্যাচ সেরার পুরস্কারও লাভ করেন।

শনিবার (৩১ জুলাই) রাতে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। শুরুর দিকের ব্যাটাররা পাকিস্তানকে বড় সংগ্রহের স্বপ্ন দেখালেও মিডল অর্ডারের ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রানের বেশি তুলতে পারেনি পাকিস্তান।

পাকিস্তানের পক্ষে এদিন ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। বাবর আজম ৪০ বলে ৫১, রিজওয়ান ৩৬ বলে ৪৬ ও শার্জিল খান ১৬ বলে ২০ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ২৬ রানে ৪ উইকেট শিকার করেন।

১৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শূন্য রানেই প্রথম উইকেট হারায় ক্যারিবীয়রা। এরপর এভিন লুইস ও ক্রিস গেইল দলের হাল ধরলেও দলের মিডল অর্ডার ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে ১৫০ রানের বেশি তুলতে পারেনি।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে এদিন ব্যাট হাতে ঝড় তুলেন নিকোলাস পুরান। ৩৩ বলে ৬২ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন তিনি। এছাড়া লুইসের ব্যাট থেকে আসে ৩৫ রান।

পাকিস্তানের পক্ষে এদিন বল হাতে অবিশ্বাস্য ছিলেন অভিজ্ঞ হাফিজ। ৪ ওভার বল করে মাত্র ৬ রান খরচায় এক উইকেট শিকার করেন তিনি। মূলত তার কিপটে বোলিংই দুই দলের মাঝে পার্থক্য তৈরি করে দেয়।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

এবার সিপিএলের ফ্রাঞ্চাইজির মালিকানা নিলো রাজস্থান রয়্যালস

এবার সিপিএলের ফ্রাঞ্চাইজির মালিকানা নিলো রাজস্থান রয়্যালস

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের রেফারি ও আম্পায়ারের তালিকা প্রকাশ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের রেফারি ও আম্পায়ারের তালিকা প্রকাশ

ভারতের বিপক্ষে কাশ্মীর লিগে বিদেশি ক্রিকেটারদের হুমকির অভিযোগ

ভারতের বিপক্ষে কাশ্মীর লিগে বিদেশি ক্রিকেটারদের হুমকির অভিযোগ