ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বিনিয়োগ করেছে আইপিএলের আরেক দল রাজস্থান রয়্যালস। সিপিএলের দল বার্বাডোস ট্রাইডেন্টসের অংশীদারিত্ব কিনেছে রাজস্থান। এর ফলে বার্বাডোস ট্রাইডেন্টসের পরিবর্তে দলের নাম হবে বার্বাডোস রয়্যালস।
রয়্যাল স্পোর্টস গ্রুপ আইপিএলের তৃতীয় ফ্রাঞ্চাইজি হিসেবে সিপিএলে দলের মালিকানা কিনলো। এর আগে কলকাতা নাইট রাইডার্স সিপিএলের দল ত্রিনিবাগো নাইট রাইডার্সের মালিকানা কিনে নিয়েছিল। এছাড়াও ২০২০ মৌসুমে সেন্ট লুসিয়া জুকসের মালিকানা কিনেছিল পাঞ্জাব কিংস।
বার্বাডোস রয়্যালস সিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন। এছাড়াও ২০১৪ সালে কাইরন পোলার্ডের নেতৃত্বে প্রথমবারের মত শিরোপা দেখা পায় দলটি। তবে ২০২১ মৌসুম থেকে বার্বাডোস রয়্যালস নামে পরিচিত হবে দলটি।
দলের অংশীদারীত্বে পরিবর্তন আসলেও দলের অধিনায়কত্বে কোনো পরিবর্তন আসছে না। ২০২০ মৌসুমের মত ২০২১ মৌসুমেও অধিনায়কের দায়িত্বে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জেসন হোল্ডার। কোচিং প্যানেলে থাকবেন রাজস্থানে কাজ করা লঙ্কান কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।
রয়্যালস গ্রুপের অন্যতম অংশীদার মনোজ বাদালে বলেন, ‘মনীশ প্যাটেলের সাথে বার্বাডোসে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। বার্বাডোস সরকারের সহযোগিতার কারণে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। বার্বাডোসের ক্রিকেট এবং পর্যটন শিল্পে আমরা কাজ করতে আগ্রহী। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ।’
সিপিএলের বার্বাডোস ফ্রাঞ্চাইজির মালিক মনীশ প্যাটেল বলেন, ‘মনোজ এবং রাজস্থান রয়্যালস সাথে আমরা যুক্ত হতে পেরে আমরাও বেশ উচ্ছ্বসিত। আমরা আশা করি বার্বাডোস এবং ক্যারিবিয়ান অঞ্চলে ক্রিকেটে এ বিনিয়োগ সহায়ক ভূমিকা রাখবে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]