ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হার্ড-হিটার ব্যাটার আজম খানকে পাচ্ছে না পাকিস্তান। অনুশীলনের সময় মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। ফলে সিরিজে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলা হচ্ছে না তার। আজম খানের ইনজুরির ব্যাপারটি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সাবেক পাকিস্তানি লিজেন্ড মঈন খানের ছেলে আজম খান শুক্রবার (৩০ জুলাই) অনুশীলনের সময় এক পেসারের বাউন্সারে মাথায় আঘাত পান। সে সময় মাথায় হেলমেট পরা ছিল তার। তবে তাতেও রক্ষা হয়নি আজমের। মাথায় আঘাত পাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে পরীক্ষায় নিউরোসার্জন সুপারিশ করেছেন আজমকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখতে হবে। চার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলতে পারবেন কিনা তার জন্য সোমবার (২ আগস্ট) তার শারীরিক পরিস্থিতি আবারও যাচাই-বাছাই করা হবে।
গত মাসে ইংল্যান্ডের মাটিতে অভিষেক হয় আজম খানের। এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন তিনি। তবে এখনও দলের হয়ে বড় রান করতে পারেননি তিনি। অভিষেক ম্যাচে ৫ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় ম্যাচে করেন ১ রান। আর তৃতীয় ম্যাচটি আজমের ব্যাটিংয়ে নামার আগে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]