৯ ওভারেও নিষ্পত্তি হলো না উইন্ডিজ-পাকিস্তান ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৮ পিএম, ২৯ জুলাই ২০২১
৯ ওভারেও নিষ্পত্তি হলো না  উইন্ডিজ-পাকিস্তান ম্যাচ

চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে শেষ পর্যন্ত বৃষ্টিরই জয় হলো। ম্যাচ শুরুর আগে থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বৃষ্টির তোপে ২০ ওভারের ম্যাচ কমিয়ে ৯ ওভারে নামিয়ে আনা হলেও শেষ পর্যন্ত পুরোপুরি ম্যাচ সম্পন্ন করা যায়নি। ফলে, সিরিজের বাকি তিন ম্যাচ থেকেই নির্ধারণ করা হবে কার হাতে যাবে এই সিরিজের ট্রফি।

বার্বাডোজের কেনিংটন ওভালে বুধবার (২৮ জুলাই) বৃষ্টি বিঘ্নিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ৯ ওভারে। নির্ধারিত ৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে তারা।

ক্যারিবীয়দের পক্ষে ৯ অপরাজিত ২২ রান করেন অধিনায়ক কাইরন পোলার্ড। ১৩ রান করেন নিকোলাস পুরান। আর অতিরিক্ত খাত থেকে আসে ১৪টি রান।

পাকিস্তানের পক্ষে পেসার হাসান আলী ২টি উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ ও উসমান কাদির। বৃষ্টির কারণে এরপর আর পাকিস্তান ব্যাট করতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচটিতে কোনো ফল হয় নি।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 

 



শেয়ার করুন :


আরও পড়ুন

জিম্বাবুয়ে জয় করে দেশে ফিরলো বাংলাদেশ ক্রিকেট দল

জিম্বাবুয়ে জয় করে দেশে ফিরলো বাংলাদেশ ক্রিকেট দল

‘নতুন’ ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো শ্রীলঙ্কা

‘নতুন’ ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সৌম্যর উন্নতি

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সৌম্যর উন্নতি

মিরপুরে ফ্লাড লাইটের আলোতে হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

মিরপুরে ফ্লাড লাইটের আলোতে হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ