জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে বলে উজ্জ্বল ছিলেন সৌম্য সরকার। দুর্দান্ত পারফর্মেন্সের স্বীকৃতি স্বরুপ জিতেছেন সিরিজ সেরার পুরষ্কার। এবার র্যাঙ্কিংয়েও আগালেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তিন ম্যাচে ব্যাট হাতে করেছিলেন ১২৬ রান। পাশাপাশি শিকার করেছিলেন ৩ উইকেট।
ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ৪৩ নম্বরে আছেন সৌম্য সরকার। তার সাথে একই অবস্থানে আছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং কিউই দলনেতা কেন উইলিয়ামসন।
বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। রেটিং পয়েন্ট ১৩ কমলেও তার বর্তমান অবস্থান ৩২ নম্বর। ইনজুরির কারণে খেলতে না পারা লিটন দাস ১২ ধাপ পিছিয়েছেন। তার বর্তমান অবস্থান ৪২। এছাড়াও ৪৩৯ রেটিং নিয়ে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অবস্থান ৬২ নম্বর।
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফর্ম করা জিম্বাবুয়ের ব্যাটসম্যান ওয়েসলি মাধেভেরে ক্যারিয়ার সেরা ৪১৮ রেটিং নিয়ে অবস্থান করেছন ৭০ নম্বরে।
ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দুই উইকেট শিকার করে আফগান বোলার রশিদ খানকে সরিয়ে বোলার র্যাঙ্কিংয়ের দুই নম্বরে উঠে এসেছেন লঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে শীর্ষে অবস্থান করছেন প্রোটিয়া লেগি তাবারাইজ শামসি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]