ওয়েস্ট ইন্ডিজে করোনা, কমে গেল পাকিস্তান সিরিজের ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৫ এএম, ২৭ জুলাই ২০২১
ওয়েস্ট ইন্ডিজে করোনা, কমে গেল পাকিস্তান সিরিজের ম্যাচ

জৈব সুরক্ষা বলয় ভেদ করে করোনার সংক্রমণ হওয়ায় দুই দিন পিছিয়ে যায় চলমান ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। এর ধাক্কা পড়েছে পরবর্তী ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজেও। পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে উইন্ডিজ। সিরিজটি শুরু হওয়ার কথা ছিল মঙ্গলবার। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজ পিছিয়ে যাওয়ার নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না পাকিস্তানের বিপক্ষে সিরিজটিও।

এর ফলে, ওয়েস্ট-ইন্ডিজ পাকিস্তান সিরিজ পাঁচ ম্যাচের পরিবর্তে চার ম্যাচে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে দুই বোর্ড। নতুন সূচি অনুযায়ী, চার ম্যাচে হবে টি-টোয়েন্টি সিরিজটি, যার প্রথমটি মাঠে গড়াবে বুধবার (২৮ জুলাই)। এদিকে, দুইদিন পিছিয়ে সোমবার (২৬ জুলাই) সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রিকি স্কেরিট বলেন, 'পিসিবির সঙ্গে আমাদের কথা হয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দুই বোর্ডই প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বাতিল করতে রাজি হয়েছে। সফরের বাকি ম্যাচগুলো আগের সূচি অনুযায়ীই হবে।'

সিরিজের সময়সূচি : 

প্রথম টি-টোয়েন্টি : ২৮ জুলাই, ব্রিজটাউন
দ্বিতীয় টি-টোয়েন্টি : ৩১ জুলাই, ব্রিজটাউন
তৃতীয় টি-টোয়েন্টি : ১ আগস্ট, প্রভিডেন্স
চতুর্থ টি-টোয়েন্টি : ৩ আগস্ট, প্রভিডেন্স

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রিন্সের দায়িত্বে ‘খুশি’ বিসিবি, বাড়তে পারে চুক্তি

প্রিন্সের দায়িত্বে ‘খুশি’ বিসিবি, বাড়তে পারে চুক্তি

শ্রীলঙ্কার বিপক্ষে সহজ জয় পেল ভারত

শ্রীলঙ্কার বিপক্ষে সহজ জয় পেল ভারত

স্থগিত আইপিএলের সূচি প্রকাশ, ২৭ দিনে ৩১ ম্যাচ

স্থগিত আইপিএলের সূচি প্রকাশ, ২৭ দিনে ৩১ ম্যাচ

সুযোগ পেলেই সেরাটা দিতে প্রস্তুত ছিলেন সৌম্য

সুযোগ পেলেই সেরাটা দিতে প্রস্তুত ছিলেন সৌম্য