ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও দাপটের সাথে শুরু করলো ভারত। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৩৮ রানের জয় পেয়েছে ভারত। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল ভারত। দুর্দান্ত বোলিং করে ম্যাচ সেরার পুরস্কার জিতেন ভুবনেশ্বর কুমার।
রবিবার (২৫ জুলাই) টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরুতেই উইকেট পেয়ে যায় শ্রীলঙ্কা। কিন্তু তারপর ভারতীয় ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করতে সক্ষম হয় ভারত।
ভারতের পক্ষে সূর্যকুমার যাদব ৩৪ বলে ৫০, শিখর ধাওয়ান ৩৬ বলে ৪৬ ও স্যাঞ্জু স্যামসন ২০ বলে ২৭ রান করেন। লংকানদের পক্ষে চামিরা এবং হাসারাঙ্গা ২টি করে উইকেট লাভ করেন।
১৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে চারিথ আশালঙ্কা এবং অভিষেক ফার্নান্দো বাদে কেউই ব্যাট হাতে দাঁড়াতে পারেনি। আসালাংকা ২৬ বলে ৪৪ ও ফার্নানন্দো ২৩ বলে ২৬ রান করেন।
শ্রীলঙ্কার ব্যাটারদের জন্য এদিন আতংক হয়ে দাঁড়ান পেসার ভুবনেশ্বর কুমার। ৩.৩ ওভার বল করে ২২ রানে ৪ উইকেট শিকার করেন তিনি। এছাড়া দুই উইকেট লাভ করেন দীপক চাহার।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]