‌‘ফাইনালে’ দৃষ্টি জিম্বাবুয়ে-বাংলাদেশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪০ এএম, ২৫ জুলাই ২০২১
‌‘ফাইনালে’ দৃষ্টি জিম্বাবুয়ে-বাংলাদেশের

বাংলাদেশ ক্রিকেট দলের এবারের জিম্বাবুয়ে সফর ছিল সাফল্যে ভরা। সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জয়ে পর টি-টোয়েন্টিতেও বড় জয়ে শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ছন্দপতন হয় মাহমুদউল্লাহ রিয়াদদের। তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফেরায় শেষ র টি-টোয়েন্টিটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে।

সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার স্বাগতিক জিম্বাবুয়ে জয় তুলে নেওয়ায় সমতা বিরাজ করছে। ফলে তিন ম্যাচ সিরিজের শেষটি হবে দাঁড়িয়েছে শিরোপা নির্ধারণী। রোববার (২৫ জুলাই) একই ভেন্যুতে মাঠে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৮ উইকেটে জয় তুলে নেয়। তবে দ্বিতীয ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। বাংলাদেশকে ২৩ রানের ব্যবধানে হারিয়ে জয় তুলে নেয় জিম্বাবুয়ে।

দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এখন পর্যন্ত তিনটি সিরিজ জয়ের স্বাদ পেয়েছে। তার মধ্যে দুটি সিরিজ দেশের বাইরে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচটি জয় পেলে নিজেদের নামের পাশে আরেকটি সিরিজ জয় যুক্ত করবে বাংলাদেশ।

সিরিজের এ ‘ফাইনাল’ ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। টেস্টের পর ওয়ানডে সিরিজ জেতা বাংলাদেশের লক্ষ্য টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নেওয়া। অন্যদিকে, এক ম্যাচ জিতে সমতায় ফেরা জিম্বাবুয়েও চান অনন্ত টি-টোয়েন্টি সিরিজটি নিজেদের ঘরেই রাখতে।

শেষ ম্যাচের আগে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ জানিয়েছেন, শেষ ম্যাচটা ফাইনাল ম্যাচ হিসেবেই খেলব।আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ম্যাচটি জয়ের। আমাদের ব্যাটিং অর্ডার ও বোলিং, দুই দিকেই ফ্লেক্সিবিলিটি আছে। দল দারুণ ব্যালান্সড।

অন্যদিকে, এবারের সফরে প্রথমবারের মতো চোখ রাঙাচ্ছে জিম্বাবুয়ে। তবে ডু অর ডাই ম্যাচটা জিতে শেষ হাসি হাসতে চায় বাংলাদেশ। এখন শুধু অপেক্ষা। বাংলাদেশ সময় রোববার বিকেল সাড়ে চারটায় হারারেতে শুরু হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। এরপরই দেশে ফিরে টাইগারদের শুরু হবে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্ততি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পেছাতে পারে অস্ট্রেলিয়া সিরিজ, মুশফিককে পাওয়ার আশায় বিসিবি

পেছাতে পারে অস্ট্রেলিয়া সিরিজ, মুশফিককে পাওয়ার আশায় বিসিবি

বাংলাদেশকে হারিয়ে সমতায় ফিরলো জিম্বাবুয়ে

বাংলাদেশকে হারিয়ে সমতায় ফিরলো জিম্বাবুয়ে

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৭১তম ক্রিকেটার শামীম পাটোয়ারী

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৭১তম ক্রিকেটার শামীম পাটোয়ারী

ম্যাচ শেষ করতে না পারায় সৌম্যের আক্ষেপ

ম্যাচ শেষ করতে না পারায় সৌম্যের আক্ষেপ