তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারী বাংলাদেশকে ২৩ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে জিম্বাবুয়ে। ব্যাটিং ব্যর্থতা পুরো ২০ ওভারও খেলতে পারেনি বাংলাদেশ। ইনিংসের এক বল বাকি থাকতেই টাইগারদের গুটিয়ে দিয়ে সিরিজে ১-১ জয়ে সমতায় ফিরছে স্বাগতিকরা। প্রথম ম্যাচে ৮ উইকেটে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ।
শুক্রবার (২৩ জুলাই) সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৬ রানের সংগ্রহ গড়ে জিম্বাবুয়ে। জয়ের জন্য ১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের ১ বল বাকি থাকতেই ১৪৩ গুটিয়ে যায় বাংলাদেশ।
প্রথম ম্যাচে ১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে যেমন গোছানো ব্যাটিং ছিল দ্বিতীয় ম্যাচে তার ছিটেফোটাও দেখা যায়নি।বরং ব্যাটসম্যানদের বার বার উড়িয়ে মারার চেষ্টায় বেশিভাগ আউটই হয়েছে ক্যাচবন্দি হয়ে।
দলীয় ১৭ রানেই সাজঘরে ফিরেন গত ম্যাচের দুই হাফ-সেঞ্চুরিয়ান নাঈম শেখ (৫) এবং সৌম্য সরকার (৮)। এরপর সাকিব আল হাসানও সুবিধা করতে পারেননি। ১০ বলে ১২ করে তুলে মারতে গিয়ে কভারেই তালুবন্দী হয়েছেন সাকিব।
৪৫ রানে ৩ উইকেট হারানোর পর নবম ওভারে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। মাসাকাদজার বলে মাহমুদউল্লাহ ফিরেন ৪ রানে। দুই বল পর মেহেদী হাসান ফিরেন ১৫ রানে। দুজনেই সাজঘরে ফিরেন তুলে মারতে গিয়ে ক্যাচবন্দি হয়ে। এরপর ফিরেন নুরুল হাসান সোহান (৯)।
দলীয় ৬৮ রানে ৬ উইকেট হারিয়ে মূলত ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। এরপর অভিষিক্ত শামীম হোসেন পাটোয়ারী ব্যাট হাতে কিছুটা ঝড় তুলেন। তবে বেশি দূর যাওয়া সম্ভব হয়নি। ১৩ বলে ৩ চার, ২ ছক্কায় ২৯ রান করে তিনিও ফিরেন সাজঘরে।
নিশ্চিত পরাজয়ের মুখে দাঁড়িয়ে ২৫ বলে ২৪ রানের ইনিংস খেলেন আফিফ হোসেন ধ্রুব। এরপর কিছুটা আশা দেখালেও ১৫ বলে ১৯ করে ইনিংসের শেষ ওভারে মোহাম্মদ সাইফউদ্দিন আউট হলে পরাজয় নিশ্চিত হয়ে যায়। শেষ উইকেট জুটিতে তাসকিন আহমেদ ৫ রানে বোল্ড হলে এক বল বাকি থাকতেই ১৪৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। অন্যপ্রান্তে কোন বল না খেলেই খালি হাতে অপরাজিত ছিলেন শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ওয়েলিংটন মাসাকাদজা। ৪ ওভারে ২০ রান দিয়ে তুলে নিয়েছেন ৩টি। এছাড়া ৩ উইকেট শিকার করেন লুক জঙউই।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৬৬ রানের সংগ্রহ গড়ে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে ১৫২ রানের ইনিংস গড়েও হারের স্বাদ পাওয়ায় দ্বিতীয় ম্যাচে গড়েন আরও বড় সংগ্রহ। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৭৩ রান করেন ওপেনার ওয়েসলি মাধেভেরে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]