টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৭১তম ক্রিকেটার শামীম পাটোয়ারী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৮ এএম, ২৪ জুলাই ২০২১
টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৭১তম ক্রিকেটার শামীম পাটোয়ারী

বাংলাদেশের ইতিহাসে ৭১তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে অভিষেক হলো তরুণ অলরাউন্ডার শামীম পাটোয়ারীর। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে তার মাথায় টি-টোয়েন্টি ক্যাপ পড়ানো হয়।

শুক্রবার (২৩ জুলাই) অভিষেক হওয়ার আগেই অবশ্য আন্তর্জাতিক ম্যাচে খেলার কিছুটা অভিজ্ঞতা রয়েছে তার। সিরিজের প্রথম ম্যাচে লিটন দাস ব্যথা পেয়ে আর খেলতে না পারলে বদলি হিসেবে ফিল্ডিং করেছেন তিনি। এছাড়া ফিল্ডিংয়ে নেমেই দুর্দান্ত একটি ক্যাচ নিয়ে সকলের নজর কাড়েন শামীম।

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশের অন্যতম সদস্য শামী পাটোয়ারিকে অবশ্য অনেক আগে থেকেই নজরে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচকরা।

বিশ্বকাপের পর হাই-পারফরম্যান্স (এইচপি) দল ও ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত পারফর্ম করেছেন শামীম পাটোয়ারি। তারই স্বীকৃতিস্বরুপ জিম্বাবুয়ে সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পান তরুণ ক্রিকেটার শামীম পাটোয়ারী। প্রথম ম্যাচে সুযোগ না পেলেও লিটন দাসের ইনজুরির সুবাদে দ্বিতীয় ম্যাচে অভিষেক হলো শামীম পাটোয়ারীর।
sportsmail24
সাকিব আল হাসানের কাছ থেকে মাথায় টি-টোয়েন্টি ক্যাপ পড়েন শামীম পাটোয়ারী, ছবি : বিসিবি

এর আগে শামীম পাটোয়ারীকে দলে নেওয়ার বিষয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু কথাও বলেছিলেন। শামীম পাটোয়ারীকে জাতীয় দলে অন্তর্ভুক্তির কারণ ব্যখ্যায় নান্নু বলেন, ‘শামীম অনূর্ধ্ব-১৯ দল শেষ করে আমাদের হাইপারফরম্যান্স ইউনিটে যোগ দিয়েছিল। সেখান থেকেই ওকে পর্যবেক্ষণ রাখা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ও (শামীম) যথেষ্ট ভালো খেলেছে। সঙ্গে এখানে (ঘরোয়া ক্রিকেট) আমাদের সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের যে খেলাগুলো হয়েছে সেখানেও ও যথেষ্ট ভালো খেলেছে। ওর যে স্কিল আছে সংক্ষিপ্ত সংস্করণের জন্য আশা করি, এতে আমরা যথেষ্ট উপকৃত হবো।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যাচ শেষ করতে না পারায় সৌম্যের আক্ষেপ

ম্যাচ শেষ করতে না পারায় সৌম্যের আক্ষেপ

জিম্বাবুয়ে বিপ্লব, ঢাকায় বাবা চলে গেলেন না ফেরার দেশে

জিম্বাবুয়ে বিপ্লব, ঢাকায় বাবা চলে গেলেন না ফেরার দেশে

অস্ট্রেলিয়া সিরিজে থাকছেন না মুশফিক

অস্ট্রেলিয়া সিরিজে থাকছেন না মুশফিক

একজন কমপ্লিট শামীমকে পাচ্ছে বাংলাদেশ?

একজন কমপ্লিট শামীমকে পাচ্ছে বাংলাদেশ?