জিম্বাবুয়ের আবারও টস জয়, বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৩ এএম, ২৪ জুলাই ২০২১
জিম্বাবুয়ের আবারও টস জয়, বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন

সিরিজের প্রথম ম্যাচের ন্যায় দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস হেরেছে বাংলাদেশ। টস জিতে প্রথম ম্যাচের ন্যায় দ্বিতীয় ম্যাচেও প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। অন্যদিকে, প্রথম ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ।

শুক্রবার (২৩ জুলাই) হারারেতে সিরিজের দ্বিতীয় ম্যাচে জায়গা হারিয়েছেন লিটন কুমার দাস এবং মোস্তাফিজুর রহমান। লিটন দাসের পরিবর্তে একাদশে ঢুকেছে শামীম পাটোয়ারী। এ ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হচ্ছে শামীম পাটোয়ারীর। যদিও প্রথম ম্যাচে লিটন ব্যথা পেয়ে মাঠ ছাড়লে বদলি হিসেবে ফিল্ডিং করেছিলেন তিনি।

এছাড়া মোস্তাফিজের পরিবর্তে একাদশে ঢুকেছেন তাসকিন আহমদে। প্রথম ম্যাচে ৪ ওভার বল করে ৩১ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করলেও মোস্তাফিজকে একাদশে রাখা হয়নি। জানা গেছে, প্রথম ম্যাচে গোড়ালিতে আঘাত পাওয়ায় অস্ট্রেলিয়া সিরিজের আগে তাকে বিশ্রামে রাখা হয়েছে।

অন্যদিকে, লিটন দাসও প্রথম ম্যাচে হাতের কবজিতে আঘাত পাওয়ায় আর খেলতে পারেননি। তার পরিবর্তে আজকের ম্যাচে অভিষেক হওয়া শামীম পাটোয়ারী বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন। নেমেই দুর্দান্ত এক ক্যাচ নিয়ে সকলের নজর কেড়েছেন শামীম।

বাংলাদেশ একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, শামীম পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ
সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলে মাদভেরে, তাদিওয়ানাশে মারুমানি, রেগিস চাকাভা, ডিয়ন মায়ার্স, মিলটন সাম্বা, রায়ান বার্ল, লুক জঙউই, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজুরাবানি এবং তেন্দাই চাতারা।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জয় দিয়ে শততম টি-টোয়েন্টি রাঙালো বাংলাদেশ

জয় দিয়ে শততম টি-টোয়েন্টি রাঙালো বাংলাদেশ

জিম্বাবুয়ে বিপ্লব, ঢাকায় বাবা চলে গেলেন না ফেরার দেশে

জিম্বাবুয়ে বিপ্লব, ঢাকায় বাবা চলে গেলেন না ফেরার দেশে

ম্যাচ শেষ করতে না পারায় সৌম্যের আক্ষেপ

ম্যাচ শেষ করতে না পারায় সৌম্যের আক্ষেপ

অস্ট্রেলিয়া সিরিজে থাকছেন না মুশফিক

অস্ট্রেলিয়া সিরিজে থাকছেন না মুশফিক