আগামী ৭ এপ্রিল পর্দা উঠবে আইপিএলের ১১তম আসরের। উদ্বোধনী অনুষ্ঠান হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ওইদিনই বলিউড ও ক্রিকেট দুই জগতের তারকাদের মেলা বসতে চলছে ওয়াংখেড়েতে। রণবীর সিং, পরিণীতি চোপড়া, জ্যাকুলিন ফার্নান্দেজ, বরুণ ধাওয়ানের মতো বলিউড তারকাদের দেখা যেতে পারে স্টেজ মাতাতে।
টাইমস অব ইন্ডিয়ার খবর, আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের বাজেট ধরা হয়েছিল ৩০ কোটি রুপি। কিন্তু বিষয়টাই যেহেতু ক্রিকেট, তাই এন্টারটেইনমেন্টের পেছনে এত টাকা খরচ করতে রাজি নয় বিসিসিআই। এ কারণে বাজেট কমিয়ে ২০ কোটিতে এনেছেন উদ্যোক্তারা।
যদিও এবছর আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাত্র দুই দলের অধিনায়ক। তারা হলেন 'চেন্নাই সুপার কিংস'-এর অধিনায় মহেন্দ্র সিং ধোনি ও 'মুম্বাই ইন্ডিয়ানস'-এর অধিনায়ক রোহিত শর্মা।
বাকি ৬ দলের অধিনায়ক বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর), স্টিভেন স্মিথ (রাজস্থান রয়্যালস), গৌতম গম্ভীর (দিল্লি ডেয়ারডেভিলস), আর রবিচন্দ্রন অশ্বিন (কিংস ইলেভেন পাঞ্জাব), দীনেশ কার্তিক (কলকাতা নাইট রাইডার্স), ডেভিড ওয়ার্নার (সানরাইজার্স হায়দরাবাদ) থাকছেন না উদ্বোধনী অনুষ্ঠানে। কারণ, তাদের উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই একাধিক ম্যাচ রয়েছে।