টি-টোয়েন্টির প্রথম ম্যাচে বাংলাদেশের টস হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১০ এএম, ২৩ জুলাই ২০২১
টি-টোয়েন্টির প্রথম ম্যাচে বাংলাদেশের টস হার

ছবি : জিম্বাবুয়ে ক্রিকেট

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরেছে বাংলাদেশ। অন্যদিকে, টস জিতে প্রথমে ব্যাট করা সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। এ ম্যাচের মধ্যদিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশ শততম ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করলো।

জিম্বাবুয়ের বিপক্ষেই টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পথচলা শুরু হয়েছিল, ২০০৬ সালে খুলনায়। নিজেদের প্রথম ম্যাচে ৪৩ রানে জিতেছিল বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়ের বিপক্ষেই টি-টোয়েন্টি ক্রিকেটে শততম ম্যাচে খেলতে নামলো বাংলাদেশ।

আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই জিম্বাবুয়ে। তবে বাংলাদেশের জন্য সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ। এ সিরিজ শেষেই দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই ওপেনার তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। তবে তাদের অনুপস্থিতিতে অন্যদের জন্য সুযোগ দেখছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

অন্যদিকে, জিম্বাবুয়ের ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াডে নেই ব্রেন্ডন টেইলর। তার অনুপস্থিতিতে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিবেন সিকান্দার রাজা।

বাংলাদেশ একদাশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ
সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), লুক জোঙ্গে, ওয়েসলি মাধেব্রে, তিনাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা এবং তারিসাই মুসাকান্দা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি প্রকাশ

সর্বোচ্চ সিরিজ সেরার তালিকায় তিনে সাকিব

সর্বোচ্চ সিরিজ সেরার তালিকায় তিনে সাকিব

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে সাকিব

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে সাকিব

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন তামিম

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন তামিম