অবশেষে চূড়ান্ত হলো অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর। সবকিছু ঠিক থাকলে ২৯ জুলাই ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৩ জুলাই।
জুনে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ঘোষণা করেছিল, ওয়েস্ট ইন্ডিজ সফরের পর বাংলাদেশ সফর করবে তারা। তবে সিরিজে সফর সূচি প্রকাশ করেনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়্যারম্যান আকরাম খান জানিয়েছেন, অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফরে আসছে। জৈব সুরক্ষা বলয় নিয়েও সন্তুষ্ট ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দল বাংলাদেশে পা রাখবে ২৯ জুলাই।
ঢাকায় পা রেখেই সরাসরি হোটেলে গিয়ে তিনদিনের কোয়ারেন্টাইন পালন করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। একই দিনে দেশে ফিরবে জিম্বাবুয়ে সফররত বাংলাদেশ দল। বাংলাদেশ দলকেও পালন করতে হবে তিন দিনের কোয়ারেন্টাইন।
কোয়ারেন্টাইন শেষে দুই দলই ১ ও ২ আগস্ট অনুশীলন করবে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৩ আগস্ট।
বর্তমানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছে অস্ট্রেলিয়া দল। সেখান থেকে সরাসরি চার্টার্ড বিমানে বাংলাদেশে আসবে তারা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]