বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে দল ঘোষণা করেছে স্বাগতিক জিম্বাবুয়ে। ঘোষিত ১৫ সদস্যের দলে তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়া ঘোষিত স্কোয়াডে টেস্ট ও ওয়ানডে দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ব্রেন্ডন টেইলরকে রাখা হয়নি। টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিবেন সিকান্দার রাজা।
জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) জানিয়েছে, টেস্ট ও ওয়ানডে সিরিজের অধিনায়ক ব্রেন্ডন টেলরকে বিশ্রাম দেওয়া হয়েছে। সামনে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফরে যাবে জিম্বাবুয়ে। ১ আগস্ট থেকে শুরু হওয়া ওই দুই সিরিজের জন্য টেইলরকে বিশ্রামে রেখেছে জিম্বাবুয়ে।
এছাড়া টেস্ট ও ওয়ানডের পর এবারের টি-টুয়েন্টি সিরিজেও নেই দলের দুই তারকা ক্রিকেটার ক্রিকেটার শন উইলিয়াম ও ক্রেইগ অভিন্ন।
এদিকে, চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজের খেলছেন না বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। আর পারিবারিক কারণে দেশের চলে আসায় মুশফিকুর রহীমকেও পাচ্ছে না বাংলাদেশ।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২২ জুলাই)। হারারেতে সিরিজ প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়। সিরিজের বাকি দুটি ম্যাচ মাঠে গড়াবে ২৩ ও ২৪ জুলাই।
টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের স্কোয়াড
সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জংওয়ে, তিশানে কামুনহুকামওয়ে, ওয়েসলে মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, মিল্টন শুম্বা ও ডোনাল্ড টিরিপানো।
বাংলাদেশের স্কোয়াড
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মাহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]