বিশ্বকাপে ভারতের জন্য বড় সমস্যা হবে ক্লান্তি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৭ এএম, ১৯ জুলাই ২০২১
বিশ্বকাপে ভারতের জন্য বড় সমস্যা হবে ক্লান্তি

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে মাঠে নেমেছে অংশগ্রহণকারী সব দেশ। ভারতও এর ব্যতিক্রম নয়। মূল দল ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে তাদের আরেকটি দল শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে মাঠে নেমেছে। এ সিরিজের পরই শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিল) স্থগিত হওয়া অংশ। আইপিএলের পর দুইদিন বিরতি দিয়ে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্ব আসর।

আইপিএলের পর পরই টি-টোয়েন্টি বিশ্ব আসর মাঠে গড়ানোয় ভারতীয় ক্রিকেটাররা সুবিধা পাবেন বলে মনে করেন সাবেক ভারতীয় ক্রিকেটার দ্বীপ দাশগুপ্ত। তবে টানা খেলার মধ্যে থাকায় ক্রিকেটাররা ক্লান্তির শিকারও হতে পারেন বলে মনে করেন তিনি।

এক সাক্ষাৎকারে দ্বীপ দাসগুপ্ত বলেন, ‘একই ভেন্যুতে খেলতে পারা বড় সুবিধা। তবে অসুবিধাও আছে, আইপিএলে ক্রিকেটাররা ভিন্ন দলের হয়ে খেলবে। দিনশেষে ক্রিকেট দলীয় খেলা এবং সবাইকেই পারফর্ম করতে হবে।’

আইপিএলের প্রথমভাগের পর থেকেই টানা খেলার মধ্যে আছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পর ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা সিরিজ শেষ করেই আইপিএলে নামবে ভারতীয় ক্রিকেটাররা। এরপরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্ব আসর। এখানে ক্লান্তি বড় সমস্যা হয়ে দাঁড়াবে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, ‘আমরা ক্লান্তির বিষয়টি অবহেলা করতে পারি না। ইংল্যান্ড সিরিজের পর বিরতি ছাড়াই আইপিএল খেলবে। সেখান থেকে সরাসরি বিশ্বকাপ খেলবে। তাই আপনি ক্লান্তিকে অবহেলা করতে পারবেন না।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বায়ো-বাবলে ক্রিকেটাররা সার্কাসের জন্তু : তাবারিজ শামসি

বায়ো-বাবলে ক্রিকেটাররা সার্কাসের জন্তু : তাবারিজ শামসি

শেষ ওভারে ছয় ছক্কা হাঁকিয়ে দলকে জেতালেন গ্লাস

শেষ ওভারে ছয় ছক্কা হাঁকিয়ে দলকে জেতালেন গ্লাস

বিরল রেকর্ড গড়লেন আয়ারল্যান্ডের সিমি সিং, যা ক্রিকেট ইতিহাসে প্রথম

বিরল রেকর্ড গড়লেন আয়ারল্যান্ডের সিমি সিং, যা ক্রিকেট ইতিহাসে প্রথম

উইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে আবারও পরাস্ত অস্ট্রেলিয়া

উইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে আবারও পরাস্ত অস্ট্রেলিয়া