লিভিংস্টোনের জোড়া রেকর্ডেও হারলো ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১৭ জুলাই ২০২১
লিভিংস্টোনের জোড়া রেকর্ডেও হারলো ইংল্যান্ড

অধিনায়ক বাবর আজমের ক্যারিয়ার সেরা ইনিংসেও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে পারেনি পাকিস্তান। সেই প্রতিশোধটা এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই নিলো তারা। দেশের হয়ে লিয়াম লিভিংস্টোনের দ্রুততম ফিফটি ও সেঞ্চুরির রেকর্ড গড়া ম্যাচেও জয় পেল না ইংল্যান্ড।

শুক্রবার (১৬ জুলাই) বাংলাদেশ সময় রাতে নটিংহ্যামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩১ রানে জয় তুলে নিয়েছে সফররত পাকিস্তান।

টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২৩২ রানের বিশাল সংগ্রহ গড়ে পাকিস্তান। ব্যাট হাতে দুই ওপেনার মোহাম্মদ রেজওয়ান এবং অধিনায়ক বাবর আজন ১৫০ রানের উদ্বোধনী জুটি গড়েন।

২৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ নম্বরে ব্যাট করতে নামা লিয়াম লিভিংস্টোন সবচেয়ে দ্রুততম হাফ-সেঞ্চরির পর সেঞ্চুরিরও রেকর্ড গড়েন। ১৭ বলে হাফ-সেঞ্চুরি করার পর সেঞ্চুরি করেন ৪২ বলে। তবে এরপর দল হারের স্বাদ থেকে বাঁচতে পারেনি।

লিভিংস্টোনের সেঞ্চুরিতে জয়ের আশা দেখলেও শেষ পর্যন্ত ১৯ দশমিক ২ ওভারে ২০১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ৩১ রানের জয় তুলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।

পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম এবং রিজওয়ান পাকিস্তানকে দারুণ সূচনা এনে দেন। ব্যাট হাতে ৩৪ বলে রিজওয়ানের ফিফটি করার আগেই ৩৫ বলে অর্ধশত রানের দেখা পান অধিনায়ক বাবরের। ব্যক্তিগত ৬৩ রানে রেজওয়ান সাজঘরে ফিরলে ১৫০ রানের (১৪.৪ ওভার) জুটি ভাঙে তাদের।

৪১ বলে আটটি চার ও এক ছক্কায় ৬৩ রান করেন পাকিস্তানের রিজওয়ান। পাকিস্তানের এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান চলে যাওয়ার পর সেঞ্চুরির আশা জাগিয়েও পারেননি বাবর। ৪৯ বলে আট চারে ও তিন ছক্কায় ৮৫ রানে ফিরেন তিনি।

এছাড়া শোয়েব মাকসুদ ৭ বলে ১৯, ফখর জামান ৮ বলে ২৬ এবং হাফিজ ১০ বলে ২৪ রান করেন। শেষ দিকে আজম খান ৩ বলে ৫ রানে অপরাজিত ছিলেন।

২৩৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন ইংল্যান্ডের জেসন রয়। তবে অন্যপ্রান্তে মালান, জনি বেয়ারস্টো ও মঈন আলী তাকে সঙ্গ দিতে পারেননি। দ্রুতই ফিরেন তারা। ব্যক্তিগত ৩২ রানে ফিরেন শাদাব খান।

ব্যক্তিগত দ্বিতীয় রানে জীবন পেয়ে তেতে উঠেন লিয়াম লিভিংস্টোন। করে দেশের হয়ে দ্রুততস হাফ-সেঞ্চুরির পর সেঞ্চুরির রেকর্ড। ১৭ বলে হাফ-সেঞ্চুরি করার পর সেঞ্চুরি করেন ৪২ বলে।

লিভিংস্টোনকে ঘিরে জয়ের আশা করলেও শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। ইনিংসের ৪ বল বাকি থাকতেই ২০১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ৪৩ বলে ১০৩ রানে থামেন লিভিংস্টোন। এছাড়া ১৬ রান করে ফিরেন ইয়ান মরগান।

অন্যদিকে, বল হাতে ৩ দশমিক ৩ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন শাহিন শাহ আফ্রিদি। চার ওভারে ৪০ রান দিয়ে সমান তিন উইকেট নিয়েছেন স্পিানার শাদাব খান। আর চার ওভারে ২৮ রান দিয়ে একটি উইকেট শিকার করেন পেসার হাসনাইন।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ২০ ওভারে ২৩২/৬ (রিজওয়ান ৬৩, বাবর ৮৫, মাকসুদ ১৯, ফখর ২৬, হাফিজ ২৪; উইলি ৪-০-৩৯-১, মাহমুদ ৪-০-৪৬-১, কারান ৪-০-৪৭-২, গ্রেগরি ২-০-২৫-১)

ইংল্যান্ড : ১৯.১ ওভারে ২০১ (রয় ৩২, লিভিংস্টোন ১০৩, মরগান ১৬, গ্রেগরি ১০; ইমাদ ৪-০-৪৬-১, আফ্রিদি ৩.২-০-৩০-৩, হাসনাইন ৪-০-২৮-১, রউফ ৪-০-৪৪-১, শাদাব ৪-০-৫২-৩)।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রেকর্ড গড়েও ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান

রেকর্ড গড়েও ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান

ইউরোর সেরা গোলদাতা প্যাট্রিক শিক

ইউরোর সেরা গোলদাতা প্যাট্রিক শিক

ইউরোর গ্যালারিতে বসে খেলা দেখেছিলেন করোনা আক্রান্ত ঋষভ পান্থ

ইউরোর গ্যালারিতে বসে খেলা দেখেছিলেন করোনা আক্রান্ত ঋষভ পান্থ

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পূর্ণ শক্তির ইংল্যান্ড

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পূর্ণ শক্তির ইংল্যান্ড