জয় পেতে শেষ ওভারে প্রয়োজন ছিল ১১ রান। স্ট্রাইকে ছিলেন মারকুটে ব্যাটার আন্দ্রে রাসেল। টি-টোয়েন্টি ক্রিকেটে এটা কোন বিষয়ই হওয়ার কথা নয়। তবে তা আর হয়নি, বিশ্বের অন্যতম সেরা পেসার অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের পর পর ৫টি বল ডট খেলতে বাধ্য হয়েছেন রাসেল। শেষ বলে ছক্কা হাঁকালেও দল হেরে গেছে ৪ রানে।
শেষ ওভারে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলে তুলে দেন মিচেল স্টার্কের। বল হাতে নিয়ে কাজের কাজটিই করেন বিশ্বে অন্যতম সেরা পেসার। ১৪০ কিলোমিটারেও বেশি গতি দিতে পর পর ৫টি বলে কোন রান নিতে দেননি আন্দ্রে রাসেলকে। ওভারে শেষ বলে জয়ের জন্য দলের প্রয়োজন ছিল ৯ রান। রাসেল ছক্কা হাঁকালেও দল হেরে যায় ৪ রানে।
রোমাঞ্চকর এমন ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে। অস্ট্রেলিয়ার ছুড়ে দেওয়া ১৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮৫ রানে থামে উইন্ডিজের ইনিংস।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি জয় তুলে আগেই শিরোপা নিশ্চিত করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের চতুর্থ ম্যাচে প্রথম জয় তুলে ক্যারিবিয়দের জয়রথ থামালো অস্ট্রেলিয়া।
বৃস্পতিবার (১৫ জুলাই) সকালে (বাংলাদেশ সময়) টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রানের বিশাল সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। দলের বড় সংগ্রহের অবদান রাখেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শের।
ওপেনার অ্যারন ফিঞ্চের সাথে দ্বিতীয় উইকেটে ৫৮ বলে ১১৪ রানের জুটি গড়েন মার্শ। ইনিংসের ১২তম ওভারে ফিঞ্চ ফিরে গেলে দলের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১২৬ রান। ৩৭ বলে ৫ চার ও ৩ ছয়ে ৫৩ রান করেন ফিঞ্চ।
ফিঞ্চ চলে যাওয়ার পর মার্শের ব্যাট থেকে আসে ক্যারিয়ার ৭৫ রানের ইনিংস। ৪৪ বলে ৪টি চার এবং ৬টি ছক্কা হাঁকান তিনি। তবে এরপর ব্যর্থতার পরিচয় দেয় মিডল অর্ডার। শেষ দিকে ড্যান ক্রিশ্চিয়ানের ১৪ বলে ২২ রানের সুবাদে ৬ উইকেটে ১৮৯ রান করে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩ উইকেট নেন হেইডেন ওয়ালশ জুনিয়র।
১৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটি থেকে ৬২ রান ( ৪.৫ ওভার) পায় ওয়েস্ট ইন্ডিজ। ১৪ বলে ৩১ রান করে সাজঘরে ফিরেন এভিন লুইস। তবে ব্যাট হাতে অন্যপ্রান্তে তাণ্ডব চালান ওপেনার লেন্ডল সিমন। তার একার লড়াইয়ে জয়ের কাছে চলে যায় দল।
ইনিংসের ১৬তম ওভারে দলীয় ১৩২ রানে সাজঘরে ফিরেন সিমন। ৪৮ বলে ১০ চার ও ২ ছয়ের মারে ৭২ রান করেন তিনি। এর আগে ব্যাট হাতে ব্যর্থ হন গেইল-ফ্লেচাররা। ক্রিস গেইল ১ (৩), আন্দ্রে ফ্লেচার ৬ (১৪), নিকোলাস পুরানরা ১৬ (১৫) রান করেন।
জয়ের জন্য শেষ ২৭ বলে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন হয় ৫৮ রান। পরে শেষ ১২ বলে লক্ষ্য দাঁড়ায় ২৬ রান। রিলে মেরেডিথের ১৯তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকান রাসেল। সিঙ্গেল নিয়ে উইকেটে অ্যালেন গিয়ে তিন বলে তিন ছক্কা হাঁকান।
তবে ওভারের শেষ বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফিরেন অ্যালেন। শেষ দিকে ১৪ বলে ২৯ রানের কার্যকরী ইনিংস খেলেন তিনি। তবে শেষ ওভারে ১১ রান নিতে পারেননি রাসেল। দুর্দান্ত বোলিংয়ে প্রথম পাঁচটি বল ডট আদায় করে নেন স্টার্ক। ফলে শেষ বলে রাসেল ছক্কা হাঁকালেও দল হারের স্বাদ নেয়।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]