সফরকারী পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দ্বিতীয় সারির দল নিয়েই হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক ইংল্যান্ড। তবে টি-টোয়েন্টি সিরিজে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামছে ইংলিশরা। পাকিস্তানের বিপক্ষে দিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যে দল ঘোষণা করেছে ইংল্যান্ড।
বুধবার (১৪ জুলাই) ঘোষিত দলে ফিরেছেন অধিনায়ক ইয়ান মরগার। এর আগে ওয়ানডে সিরিজের আগে করোনা আক্রান্ত হওয়ায় প্রায় পুরো দলকেই যেতে হয়েছিল আইসোলেশনে। ইয়ান মরগানও ছিলেন সেই দলে।
নিয়মিত অধিনায়ক ইয়ান মরগানকে ছাড়াই বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে।
England name 16-player squad for men’s Vitality IT20 Series against Pakistan... @englandcricket @cricketpakcompk pic.twitter.com/wY2zrVSzdF
— Sportsmail24.com (@sportsmail24) July 14, 2021
ওয়ানডে সিরিজ শেষে শুক্রবার (১৬ জুলাই) থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ও ২০ জুলাই।
ঘোষিত দল
ইয়ান মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, টম ব্যান্টন, জস বাটলার, টম ক্যারেন, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ম্যাট পার্কিনসন, আদিল রশিদ, জেসন রয় ও ডেভিড উইলি।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]