দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দেখালো আয়ারল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৩ পিএম, ১৪ জুলাই ২০২১
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দেখালো আয়ারল্যান্ড

ঘরের মাঠে শক্তির বিচারে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দেখালো আয়ারল্যান্ড ক্রিকেট দল। বিশ্বকাপ সুপার লিগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৩ রানের বড় জয় পায় আয়ারল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে বিঘ্নিত হওয়ায় ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো আয়ারল্যান্ড। প্রোটিয়াদের বিপক্ষে এই জয় প্রমাণ করে এখনও নিজেদের দিনে যে কোন অঘটন ঘটানোর সামর্থ্য আয়ারল্যান্ডের রয়েছে।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু আইরিশ ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে এদিন বল হাতে তেমন সুবিধা করতে পারেনি প্রোটিয়া বোলাররা। দুর্দান্ত ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান তুলে তারা।

আয়ারল্যান্ডের পক্ষে এদিন ব্যাট হাতে অনবদ্য এক ইনিংস খেলেন অ্যান্ডি বালবিরিন। ১১৭ বলে ১০২ রানের চমৎকার ইনিংস খেলেন তিনি। এছাড়া হ্যারি টেক্টরের ৭৯ ও জর্জ ডকরেল ৪৫ রান করেন।

২৯১ রানের জবাবে ব্যাট করতে নেমে জ্যানেমেন মালান ব্যতীত কেউই দলের হাল ধরতে পারেনি। মালানের ৮৪ ও ভ্যার দ্যুশেন ৪৯ রান করলেও বাকি ব্যাটারদের ব্যর্থতায় কাঙ্ক্ষিত ২৯১ রান করতে ব্যর্থ হয় দক্ষিণ আফ্রিকা। আইরিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৮.৩ ওভারে ২৪৭ রানে আলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ানডে সিরিজে বোলারদের জন্য চ্যালেঞ্জ দেখছেন মোসাদ্দেক

ওয়ানডে সিরিজে বোলারদের জন্য চ্যালেঞ্জ দেখছেন মোসাদ্দেক

সিদ্ধান্ত পরিবর্তন, টি-টোয়েন্টি খেলবেন মুশফিক

সিদ্ধান্ত পরিবর্তন, টি-টোয়েন্টি খেলবেন মুশফিক

অস্ট্রেলিয়া এবং পিএসএল নিয়ে দোটানায় পিসিবি

অস্ট্রেলিয়া এবং পিএসএল নিয়ে দোটানায় পিসিবি

নতুন নিয়মে মাঠে গড়াবে দ্য হান্ড্রেড

নতুন নিয়মে মাঠে গড়াবে দ্য হান্ড্রেড