নিজের দিনে ক্রিস গেইল প্রতিপক্ষের জন্য এক আতংকের নাম। সে দিন গেইরের কাছে কোন রান অসাধ্য নয়। মারকুটে এ ব্যাটারের তান্ডবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রলিয়াকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর ফলে ২ ম্যাচ বাকি থাকতেই ৩-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করলো ক্যারিবিয়রা।
সোমবার (১২ জুলাই) সিরিজ বাঁচানোর লক্ষ্যে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে অজিদের কেউ ঝড়ো ইনিংস খেলতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে খুব বড় সংগ্রহ করকে পারেনি তারা।
নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪১ রান করে অস্ট্রেলিয়া। দলের পক্ষে মইসেস হেনরিকস ২৯ বলে ৩৩, অ্যারন ফিঞ্চ ৩১ বলে ৩০ ও ম্যাথু ওয়েড ১৬ বলে ২৩ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ ২টি উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট লাভ করেন ম্যাকয়, ডোয়েইন ব্রাভো ও ফ্যাবিয়ান এ্যালেন।
What a special moment!#WIvAUS #MissionMaroon pic.twitter.com/0kPS7V2UF6
— Windies Cricket (@windiescricket) July 13, 2021
১৪২ রানের জবাবে ব্যাট করতে নেমে লক্ষ্যে পৌঁছাতে কোন বেগ পেতে হয়নি ওয়েস্ট ইন্ডিজকে। ক্রিস গেইলের ঝড়ো ইনিংসে ৩১ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।
দলের সিরিজ জয় নিশ্চিত করতে দলকে একাই টেনে নেন ক্রিস গেইল। গেইলের ৩৮ বলের ৬৭ রানের টর্নেডো ইনিংস মূলত ক্যারিবিয়দের জয়ের পথ সহজ করে দেয়।
জয়ের বন্দরে পৌঁছতে গেইলকে সঙ্গ দেওয়া নিকোলাস পুরান করেন ২৭ বলে ৩২ রান। অজিদের পক্ষে মেরেদিথ ৩ উইকেট লাভ করেন। ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন ক্রিস গেইল।
এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে প্রথম তিনটিতেই জয় তুলে সিরিজ জয় নিশ্চিত করলো ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ম্যাচে যথাক্রমে ১৮ এবং ৫৬ রানে জয় পেয়েছিল ক্যারিবিয়রা।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]