ক্রিকেটার না পাওয়ায় এলপিএল স্থগিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৭ এএম, ০৯ জুলাই ২০২১
ক্রিকেটার না পাওয়ায় এলপিএল স্থগিত

লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় আসর মাঠে গড়ানোর কথা ৩০ জুলাই (শুক্রবার)। টি-টোয়েন্টি ফরম্যাটের এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ড্রাফটে বাংলাদেশি সাত ক্রিকেটারসহ নাম লিখিয়েছিল বিশ্বের ১১টি দেশের ক্রিকেটার। তবে আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে পর্যাপ্ত বিদেশি খেলোয়াড় না পাওয়ায় স্থগিত করা হলো এলপিএলের দ্বিতীয় আসর।

শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে জানায় যে, আপাতত পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এলপিএল মাঠে গড়ানোর কোন সম্ভাবনা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীলঙ্কা ক্রিকেটের এক কর্মকর্তা বলেন, 'এটা খুবই দুঃখজনক যে টুর্নামেন্টটি আপাতত স্থগিত করে দিতে হয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, ইংল্যান্ড কিংবা ওয়েস্ট ইন্ডিজ কোন দেশের খেলোয়াড়েরই টুর্নামেন্ট এ অংশ নেয়ার মতো সময় নেই। নতুন সম্ভাব্য তারিখ এখনও চূড়ান্ত হয়নি।'

সম্প্রতি ফ্র্যাঞ্চাইজি কান্ডে আলোচনায় আসা এলপিএল পুনরায় কখন মাঠে গড়াবে তা এখনই বলা যাচ্ছে না। ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে স্থগিত করা এলপিএল শুরুর নতুন তারিখ কয়েক সপ্তাহ পর নির্ধারণ করা হবে বলে আভাস পাওয়া গিয়েছে।

এ ব্যাপারে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এর এক কর্মকর্তা বলেন, 'ক্রিকেট ক্যালেন্ডারে এখন কোন ফাঁকা সময় নেই। আমরা চেষ্টা করবো কোন গ্যাপ খুঁজে পায় কিনা। বোর্ড এবং আয়োজকরা মিলে কখন শুরু হতে পারে এ ব্যাপারে সিদ্ধান্ত নিবে।'

এর আগে বাংলাদেশ থেকে এলপিএলের ড্রাফটে খেলার জন্য নাম লিখিয়েছিল : সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, লিটন দাশ , তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

লঙ্কান লিগে সাকিব-তামিমদের খেলার সম্ভাবনা কম

লঙ্কান লিগে সাকিব-তামিমদের খেলার সম্ভাবনা কম

শতক হাঁকিয়ে ‘জবাব দিলেন’ মাহমুদউল্লাহ রিয়াদ

শতক হাঁকিয়ে ‘জবাব দিলেন’ মাহমুদউল্লাহ রিয়াদ

অস্ট্রেলিয়া সিরিজের দলে ফিরলেন কটরেল

অস্ট্রেলিয়া সিরিজের দলে ফিরলেন কটরেল

দুর্দান্ত তাসকিন, ক্যারিয়ারে প্রথম ফিফটি

দুর্দান্ত তাসকিন, ক্যারিয়ারে প্রথম ফিফটি