২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে একটি টি-টোয়ন্টি প্রদর্শনী ম্যাচের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাজধানীর মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। একই এ ম্যাচের জন্য বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজ দলের খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে বিসিবি।
বাংলাদেশ লাল দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন আজহার হোসেন শান্টু এবং কোচের দায়িত্ব পেয়েছেন গোলাম ফারুক চৌধুরি সুরু। এছাড়া বাংলাদেশ সবুজ দলে ম্যানেজারের দায়িত্ব পালন করবেন এএসএম রকিবুল হাসান এবং কোচের দায়িত্ব পেয়েছেন ওয়াহিদুল গনি।
বাংলাদেশ লাল দল
হাবিবুল বাশার, হান্নান সরকার, নাইমুর রহমান দূর্জয় (এমপি), আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, খালেদ মাহমুদ সুজন, এনামুল হক মনি, মোহাম্মদ আলী, জাকির হাসান, তালহা জুবায়ের, ফাহিম মুনতাসির সুমিত, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ সেলিম, মঞ্জুরুল ইসলাম।
বাংলাদেশ সবুজ দল
মেহরাব হোসেন অপি, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ লিটন, মোহাম্মদ রফিকুল ইসলাম খান, হাসানুজ্জামান ঝড়ু, মুশফিকুর রহমান, মোর্শেদ আলী খান, আলমগীর কবির, আনোয়ার হোসেন (মনির), শফিউদ্দিন আহমেদ বাবু, ফয়সাল হোসেন ডিকেন্স, সাইফুল্লাহ খান জেম, মিজানুর রহমান বাবুল, ফারুক আহমেদ।