ভেন্যু পরিবর্তনেও কমবে না স্পিনারদের গুরুত্ব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৯ এএম, ০৬ জুলাই ২০২১
ভেন্যু পরিবর্তনেও কমবে না স্পিনারদের গুরুত্ব

চলতি বছরের অক্টোবরে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছোটো ফরম্যাটের বিশ্বকাপকে সামনে রেখে বেশ ভালো ভাবেই প্রস্তুতি শুরু করেছে দেশগুলো। করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে সরে গিয়েছে। তবে ভেন্যু বদলালেও স্পিনারদের গুরুত্ব কমবে না বলে বিশ্বাস করেন প্রোটিয়া কোচ মার্ক বাউচার।

করোনা মহামারির কারণে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন ভেন্যু আরব আমিরাত এবং ওমান। এ দুই দেশের কন্ডিশনের সাথে ওয়েস্ট ইন্ডিজের সাথে মিল আছে বলে মনে করেন বাউচার।

বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিত হওয়া অংশ আরব আমিরাতে আয়োজিত হবে। টানা খেলার মধ্যে থাকায় আরব আমিরাতের উইকেটও ভারতের মতো স্পিন বান্ধব হলে মনে করেন বাউচার।

তিনি বলেন, ‘আরব আমিরাতের সম্ভবত একই ধরনের কন্ডিশনে খেলা হবে। আইপিএলের পর উইকেট কিছুটা শুকিয়ে যাবে। এ উইকেটে সহজে ১৮০-২০০ রান হবে না। এখানে রান করতে হলে স্মার্ট ক্রিকেট খেলতে হবে। আমাদের দেশের মত ব্যাটিং বান্ধব এবং দ্রুতগতির উইকেট এখানে থাকবে না।’

তিনি আরও বলেন, ‘সেখানে খুব বেশি মাঠে নেই। আর উপর আইপিএল (বিশ্বকাপের আগে) হবে। এর ফলে উইকেটগুলো পুরোনো হয়ে যাবে এবং ম্যাচে রানও কম হবে। ইনিংসের শেষের দিকে এসে রান করাটাও কঠিন হবে। আইপিএলের সময়ই উইকেট সম্পর্কে পূর্ণ ধারণা পাওয়া যাবে। তবে আমার মনে হয় স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

চলতি বছরে ১৭ অক্টোবর শুরু হবে বিশ্বকাপের এবারের আসর। এর আগে আরব আমিরাতের মাটিতেই আয়োজিত হবে আইপিলের ১৪তম আসরের স্থগিতকৃত অংশ। আইপিএল এবং বিশ্বকাপের মাঝখানে বিরতি থাকবে মাত্র দুই দিনের।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে ক্রিকেটার ধরে রাখার নিয়মে পরিবর্তন

আইপিএলে ক্রিকেটার ধরে রাখার নিয়মে পরিবর্তন

বিশ্বকাপে ওপেন করতে পারেন কোহলি

বিশ্বকাপে ওপেন করতে পারেন কোহলি

অ্যাশেজের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না স্মিথ

অ্যাশেজের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না স্মিথ

২ মিলিয়ন ডলারে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ওমান

২ মিলিয়ন ডলারে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ওমান